বাড়ি খালি করার নোটিসের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টে গেলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ ♔মহুয়া মৈত্র। লোকসভা থেকে তাঁকে বহিষ্কারের ঘোষণার পর মহুয়াকে বাড়ি খালি করার নোটিস দেয় কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস (ডিওই)। তাঁর এই মামলা গ্রহণ করেছে আদালত। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
শো-কজ নোটিস পাঠানোর পরও স⛦রকারি বাংলা খালি করেনি মহুয়া। গত মঙ্গলবার ডিওই-এর তরফে ফের বাংলো খালি করার জন্য বলা হয় মহুয়াকে। নোটিসে এও🦹 লেখা ছিল, বাংলো খালি করা না হলে প্রয়োজনে বল প্রয়োগও করা হতে পারে। এর পর প্রশ্ন ওঠে নোটিসের ভাষা নিয়ে।
পড়ুন। দেবী শেঠির হাসপাতালকে বিপুল পরিমাণ জমি দ🔯িল রাজ্য সরকার, নিউটাউন♐ে হবে নির্মাণ
প্রসঙ্গত, এর আগে 'ঘুষের বদলে সংসদে প্রশ্ন করা' মামলায় লোকসভা থেকে গত ৮ ডিসেম্বর বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া। তার পরেই তাঁকে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। ৭ জানুয়ারির মধ্যে বাংল🐽ো খালি করতে বলা হয়েছিল।&nඣbsp;
পড়ুন। জানুয়ারি সব সরকারি অফিসে হাফ-বেলা ছুটি, জানাল কেন্দ্র, উদ্বোধন রাম♈মন্দিরের
তবে মহুয়া ততদিনে বাংলো খালি না করায় গত ১১ জানুয়ারি দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে সরকারি বাড়ি খালি করতে ব🔯লা হয় তৃণমূল নেত্রীকে। মহুয়া মৈত্রকে ১৬ জানুয়ারির মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছিল। সেই সময়সীমা পার হলে ১৬ তারিখ আবারও উচ্ছেদের নোটিশ পাঠানো হয় মহুয়াকে। এর আগে সরকারি বাংলো খালি করার বিষয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়🅠েছিলেন মহুয়া মৈত্র। এবার ফের নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন মহুয়া মৈত্র।