পাকিস🃏্তানের সঙ্গে আমাদের মূল ইস্যুটাই হল সন্ত্রাসবাদ। রাষ্ট্রসংঘে ভারতের তরফে নিয়োজিত দূত জানিয়ে দিয়েছেন একথা। তিনি জানিয়ে দিয়েছেন, ভারত দীর্ঘ♚দিন ধরেই আন্তঃ সীমান্ত ও জঙ্গিবাদের শিকার হয়েছে। সেক্ষেত্রে এই জঙ্গিবাদকে শেষ করতে আন্তর্জাতিক ক্ষেত্রে কী করণীয় সেটাও জানিয়ে দিলেন তিনি।
রাষ্ট্রসংঘে ভারতের তরফে স্থায়ী সদস্য পি হরিশ বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের মূল ইস্যুটাই হল সন্ত্রাসবাদ। কলম্বিয়া ইউনিভার্সিটির স্কুল অফ ইন্টারন্যাশানাল অ্যান্ড পাবলিক অ্য়াফেয়ার্সের একটা আলোচনাসভায় বক্তব্য রেখেছিলেন তিনি। রেসপন্ডিং টু কি গ্লোবাল চ্যালেঞ্জেস-দ্য ইন্ডিয়া ওয়ে শীর্ষ⛦ক একটি আলোচনাসভায় তিনি বক্তব্য রেখেছিলেন।
পাকিস্তান বিষয়ক একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গি কার্যকলাপ বিশ্বাসকে শেষ করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যুটাই হল জঙ্গিবাদকে বন্ধ করা। এটাই আমাদের মূল বিষয়। এমপিএ প্রোগ্রাম ইন গ্লোবাল লিডারশিপ অ্যান্ড দ্য ইন্টারন্যাশানাল অর্গানাইজেশন ও ইউএন স্টাডিজ প্রোগ্রাম এই ইভেন্টের সহযোগী স্পনসর। এখানে প্রচুর ছাত্রছাত্রী, ফ্যাকাল্টি, পলিসি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে পি হরিশ জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চেও সন্ত্রাসবাদ একটা বড় ইস্যু। তিনি বলেন, ক্রস বর্ডার ও গ্লোবাল টেররিজমের ক্ষেত্রে ভারত দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী। তিনি জানিয়েছেন, এই সন্ত্রাসবাদের কোনও সীমান্ত ন෴েই, কোনও দেশ নেই, কোনও যৌক্তিকতাও নেই।
আন্তর্জাতিক সহ𒆙যোগিতার মাধ্য়মে এই জঙ্গিবাদ🌜ের সঙ্গে মোকাবিলা করা সম্ভব। জানিয়েছেন তিনি।
এদিকে ভারত কীভাবে এই জঙ্গিবাদের মꦆোকাবিলা করছে এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই জঙ্গিবাদের মোকাবিলার ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে।
তিনি বলেন, একটা আঘাত আমাদের কাছে অনেক। একজন মানুষকে আমরা হারালে সেটা আমাদের কাছে অনেক। তিনি বলেন, আমরা ৯-১১ চাই না, 𒅌আমরা ২৬-১১ চাই না। এটা মুম্বইতে হয়েছিল। …সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় হুমকির বিষয় হল এই সন্ত্রাসবাদ। কার্যত জঙ্গিবাদের মোকাবিলার ক্ষেত্রে সকলের এগিয়ে আসা দরকার বলে তিনি মনে করেন। কারণ বহু ক্ষেত্রে দেখা যায় যে জঙ্গিবাদের কোনও নির্দিষ্ট সীমারেখা থাকে না। এখানে কোনওরকম সীমান্ত থাকে না। সেকারণে সমস্ত রাষ্ট্রের এব্যাপারে এগিয়ে আসা দরকার।
রাষ্ট্রসংঘে ভারতের তরফে স্থায়ী সদস্য পি হরিশ বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের মূল ইস্𒈔যুটাই হল সন্ত্রাসবাদ।🦄 জঙ্গি কার্যকলাপ বিশ্বাসকে শেষ করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যুটাই হল জঙ্গিবাদকে বন্ধ করা। এটাই আমাদের মূল বিষয়।