স্বাতী ভাসিন
এবার বিমান তৈরির ক্ষেত্রে রতন টাটার স্বপ্ন পূরণ হতে চলেছে। গুজরাতের ভাদোদরায় টাটা এয়ারবাস কনসোর্টিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে অন্তত ১৫ হাজার দক্ষ শ্রমিকের কর্মসংস্থান হতে পারে। এদিকে এটাই হবে বেসরকারি ক্ষেত্রে প্রথম এয়ারক্রাফট তৈরির কারখানা। ২২,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই ইউনিট। এখানে C-295 বিমান তৈরি হবে। বিমানবাহিনীর কাজে লাগবে এই বিমান। এবার দেখা যাক এই প্রকল্পের দশ দিক…
১)মোদীর নিজের হোম স্টেটে তৈরি হচ্ছে এই ইউনিট। মোদী জানিয়েছেন ব𝐆ড় পদক্ষেপ নেওয়া হচ👍্ছে।
২) প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিরক্ষাক্ষেত্রে বিপুল বিনিয়োগ করা হল এ𓆏ই প্রথম। ভাদোদারার এই প্ল্যান্ট শুধু এয়ারফোর্সের কাজে লাগবে এমনটা নয়, বিমান নির্মাণের ক্ষেত্রে বড় একটা ইকোসিস্টেম তৈরি করে দেবে।
৩) মোদী বলেন, বর্তমানে ভারত একটা নতুন মানসিকতা নিয়ে এগোচ্ছ💦ে। বিনিয়োগকারীদের আমরা নানা সুবিধা দিচ্ছি।
৪) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন,🔯 একজন রাষ্ট্রনেতা দূরদ🎃ৃষ্টিসম্পন্ন হন। এখন অন্যান্য দেশও আমাদের কথা শোনেন।
৫) এটা শুধু শিলান্য়াস নয়, এটা💟 মাইল💦স্টোন। জানালেন প্রতিরক্ষামন্ত্রী।
৬) এই এয়ারক্রাফট বিদেশেও রফতানি করা সম্ভব। জানালেꦫন প্রতিরক্ষামন্ত্💟রী।
৭)গুজরাতের মুখ্যমন্ত্রী ভ♉ূপেন্দ্র পটেল জানিয়েছেন, একটা সময় এখানে শুধু কিছু ক্ষুদ্রশিল্প ছিল। আর এখন হাজার হাজর শিল্প।
৮) ꦆগুজরাতে এয়ারো ও ডিফেন্স পলিসিও লাগু করা হয়েছে। জানিয়েছেন সেই রাজ্য়ের মুখ্য়মন্ত্রী।
৯) আত্মনির্ভর ভারতের দিকে আরও একধাপ। জানꦗিয়েছেন, এয়ারবাসের চিফ কমার্শিয়াল অফিসার।
১০) আগ𝔉ামী ১০ বছর প্রতি সপ্তাহে একটি করে এয়ারক্রাফট ডেলিভারি করা হ🔯বে।