কোভিডের জেরেই সংসদে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। তবে কোভিড কাঁটা দূরে সরিয়ে বাকি সবকিছু🐻 স্বাভাবিক ছন্দে ফিরলেও সংক্রমণ রোধে আরোপিত এই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়নি। এই আবহে এবার তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরব হলেন। সাংবাদিকদের সঙ্গে তিনি সহমর্মিতা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন। আজকে এই একই বিষয় নিয়ে দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনও করেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
তৃণমূলের প্রকাশি♛ত চিঠিতে বলা হয়, ‘তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে থাকার বার্তা দিতে চান। সংসদ হল গণতন্ত্রের হৃদয় এবং এখানে সাংবাদিকতা করা গণতান্ত্রিক ঐতিহ্যের সামিল। স্বতন্ত্র মিডিয়া হল সংসদীয় গণতান্ত্রের আত্মা। বাকস্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার হল গণতন্ত্রের ভিত্তি। তাই আমাদের দাবি, অবিলম্বে সংসদে সাংবাদিকদের ফের ঢুকতে দেওয়া হোক।’
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন সংসদে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরব হওয়ার পাশাপাশি সংসদে বিক্ষোভের উপর সেন্সরশিপ প্রত্যাহারের আহ্বান জানান। সংসদকে একটি বদ্ধ কক্ষে রূপান্তরিত করা যাবে না বলে হুঁশিয়ারি দেন ডেরেক। রাজ্যসভার সদস্য বলেন যে তিনি টেলিভিশন কভারেজ সংশোধন করার জন্য উভয় কক্ষের প্রিজাইডিং অফিসারদের 🅘কাছে আবেদন করবেন। তিনি দাবি করেন যে সরকারি ‘সংসদ টিভি’তে সংসদের কার্যক্রম সেন্সর করা হচ্ছে।
এদিন ডেরেক ও’ব্রায়েন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমি তৃণমূলের পক🌃্ষ থেকে, টেলিভিশন কভারেজ সংশোধন করার জন্য উভয় কক্ষের প্রিসাইডিং অফিসারদের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই। সমস্ত প্রতিবাদ টিভিতে সেন্সর করা হয় এবং আমরা এই সেন্সরশিপ বন্ধ করার দাবি জানাই, সংসদকে বন্ধ কক্ষে রূপান্তর করা যায় না।’
’