ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আজকে শপথগ্রহণ করলেন চম্পাই সোরেন। ওদিকে সুপ্রিম কোর্টে আজকে স্বস্তি পেলেন না ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই আবহে হেমন্ত কাণ্ড নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করলেন বংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স-এ লেখা বার্তায় হেমন্তের গ্রেফতারির কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী বাহিনীর 'অপব্যবহারের' প্রতিবাদে আজ রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদরা ওয়াকআউট করেন বলে জানিয়েছেন দলনেতা ডেরেক ও'ব্রায়েন। (আরও পড়ুন: বাজেটে Mᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚP-মন্ত্রীদের বেতন বাবদ কত বরাদ♛্দ? জানলে ঘুরে যেতে পারে মাথা!)
আরও পড়ুন: 🐭বাজেটে 'লা🧸কি ১-এর ম্যাজিক', মূলধনী ব্যয়ে বরাদ্দ ১১,১১,১১১ কোটি! বৃদ্ধি ১১.১%
এদিকে সোশ্যাল মিডিয়া বার্তায় মমতা আজ লেখেন, 'শ্রী হেমন্ত সোরেন একজন শক্তিশালী আদিবাসী নেতা। তাঁর এই অন্যায় গ্রেফতারির তীব্র নিন্দা জানাতে চাই আমি। বিজেপি-সমর্থিত কেন্দ্রীয় এজেন্সিগুলির প্রতিশোধমূলক কাজ এটা। একটি জনপ্রিয় নির্বাচিত সরকারকে দুর্বল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র এটা। তিনি আমার ঘনিষ্ঠ একজন বন্ধু। এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে এই কঠিন সময়ে আমি অটলভাবে তাঁর পাশে দাঁড়ানোর শপথ করছি। এই ঘটনার প্রতিবাদে ঝাড়খণ্ডের সহনশীল জনগণ কড়া জবাব দেবে। এই গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয়ী হবেন হেমন্ত।' (আরও পড়ুন: ভারত-মলদ্বীপ বিতর্কের মাঝে নড়বড়ে মুইজ্জুর গদি! এই ন💦িয়ে কী বলছে൲ দিল্লি?)