লাইফ জ্যাকেট নিয়ে কেবিন ক্রুদের সঙ্গে বচসা। আর তার জেরেই বিমানে নিজের জামাকাপড় খুলে ফেললেন এক যাত্রী। মঙ্গলবার বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার উড়ানে🌼 এমনই আচরণ করলেন এক ব্যক্তি। গোটা বিষয়ে হতবাক বাকি যাত্রীরা।
সেই উড়ানেরই এক যাত্রী এএনআই-কে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘শুরু থেকেই ওই ব্যক্তি অভব্য আচরণ করছিলেন। হঠাৎই লাইফ জ্যাকেট নিয়ে কেবিন ক্রু’র সঙ্গে বচসা শুরু করেন। খারাপ আচরণ করতে শুরু করেন💧 তাঁদের সঙ্গে। হঠাৎই মাঝ উড়ানে নিজের সমস্🉐ত জামাকাপড় খুলে ফেলেন ওই ব্যক্তি।'
ঘটনার প্র🍌সঙ্গে এয়ার এশিয়ার এক মুখপাত্র বলেন, 'মঙ্গলবার বেঙ্গালুরু থেকে দিল্লিগামী উড়ানে একজন যাত্রী উড়ানকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন। তাঁকে বারবার বলা সত্ত্বে💝ও কর্ণপাত করেননি। অনেকবার বোঝানোর পর তাঁকে শান্ত করেন বিমানকর্মীরা।'
সহযাত্রღীদের সহায়তা নিয়েই ওই যাত্রীকে কোনও মতে থামান এক বিমানকর্মী। ততক্ষণে জেনে গিয়েছ🧸েন বিমানচালকও। তিনি দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলে দ্রুত ল্যান্ডিংয়ের সুবিধা করে দেওয়ার জন্য অনুরোধ করেন।
বিমান অবতরণের সঙ্গে সঙ্গে ওই যাত্রীকে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়। যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এয়ার এশিয়ার এক মুখপাত্র। উড়ানে 𓆏নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না বলে জানান তিনি। তাঁর কথায়, ‘এই ধরনের অভব্য আচরণের কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁর বিরুদ্ধে যথোপোযুক💖্ত পদক্ষেপ করা হবে।’