আগেই চিহ্নিত করেছিল পুলিশ। কিন্তু খোঁজ মিলছিল না দিল্লি হিংসার অᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚন্যতম মুখ শাহরুখের। অবশেষে উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার ♏করল পুলিশ। তাকে দিল্লিতে আনা হচ্ছে।
আরও পড়ুন : দিল্লিতে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৪০
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পন্থী ও বিরোধী সমর্থকদের সংঘর্ষকে ঘিরে গত সপ্তাহে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর-পূর্ব দিল্লি। দুই শিবিরের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছোড়া হয় পেট্রল বোমা। চলে পাথরবৃষ্টি ও গুলি♔।
আরও পড়ুন : শনাক্ত🥀 দিল্লি সংঘর্ষে আট রাউন্ড গুলি চালানো যুব🦩ক, গ্রেপ্তার শাহরুখ
সেই অশান্তির মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। গত ২৪ ফেব্রুয়ারির সেই ভিডিয়োতে দেখা যায়, মৌজপুর ও জাফরাবাদ এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। সেই সময় লাল টি-শ🔥ার্ট ও গাল ভরতি দাড়ির এক যুবক পিস্তল উঁচিয়ে পুলিশের দিকে তাক করছে। প্রথমে আকাশে ও পরে রাস্তার ধারে আট রাউন্ড গুলি চালায়। পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায় স🍬ে।
আরও পড়ুন : অঙ্কিত শর্মার পরি𝄹বারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা কেজরির
পরে ওই যুবককে শনাক্ত করে পুলিশ। জানা যায়, ৩৩ বছরের ওই যুবকের নাম শাহরুখ। কিন্তু তার খোঁজ পায়নি পুলিশ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছ♐িল পুলিশ। সংবাদসংস্থা আইএনএসের খবর, উত্তরপ্রদেশের বরেলিতে শাহಌরুখ রয়েছে বলে অনুমান করেছিল দিল্লি পুলিশ। কারণ সেখানে মাদক কারবারিদের সঙ্গে শাহরুখের বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে।
আরও পড়ুন : দিল্লি হিংসা নিয়ে অশান্ত সংসদ, হাতাহাতি লোকসভায়
এরপর বরেলি থেকেই শাহরুখক🐷ে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের একটি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন এ কে সিংলা।