মধ্যপ্রদেশের সাগরে ভয়াবহ এক দুর্ঘটনায় ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সাগর জেলার সাহাপুরের কাছে একটি জায়গায় মাটির দেཧওয়াল ধসে গিয়ে এই দুর🎃্ঘটনা ঘটে গিয়েছে। এখনও ধ্বংসাবশেষে কিছু শিশু আটকে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রশাসনিক তৎপরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ।
চলছে শ্রাবণ মাস। রাত পোহালেই শ্রাবণের আরও একটা সোমবার। তার আগে, মধ্যপ্রদেশের সাগর জেলার সাহাপুর এলাকায় চলছিল মাটির শিবলিঙ্গ গড়ার কা𒅌জ। সেখানে এই শিবলিঙ্🧜গ গড়ার সময়ই একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
এলাকার হরদৌল মন্দিরের কা✨ছে জড়ো হয়েছিল কিছু শিশু। সেখানে তারা সকলে মিলে মাটির শিবলিঙ্গ তৈরি করছিল। তখনই ঘটে গিয়েছে এই দুর্𝔉ঘটনা। জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে যায়। উল্লেখ্য, শ্রাবণ মাস উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় চলছে ধর্মীয় কাজ। সেরকমই মধ্যপ্রদেশের হরদৌল মন্দিরের কাছেও শিশুরা জড়ো হয়ে মাটির শিবলিঙ্গ গড়ছিল। জানা গিয়েছে, ওই দেওয়াল ৫০ বছরের পুরনো। ইতিমধ্যেই সেখানে জেসিবি মেশিন আনা হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে সেখান থেকে উদ্ধারের কাজ চলছে। যে শিশুরা আহত হয়েছে, তাদের উদ্ধার করা হচ্ছে। ৯ টি মৃত দেহও উদ্ধার করা হচ্ছে। স্থানীয় বিধায়ক গোপাল ভার্গব সেখআনে পৌঁছেছেন।
উল্লেখ্য, শ্রাবণ মাস উপলক্ষ্যে, শিবলিঙ্গ তৈরি ও ✱ভগবত কথা পাঠের 🍌নানান উৎসব একাধিক মন্দিরে দেখা যায়। এই ধর্মীয় রীতি হরদৌল মন্দিরেও চলছিল। শাহপুরের হরদৌল মন্দিরে প্রতিবারই এই রীতি পালিত হয়। পুলিশ বলছে, শ্রাবণ মাসে সকাল থেকেই শিবলিঙ্গ গড়ার কাজ চলে এই মন্দিরে। রবিবারও তেমনই চলছিল। তখনই ঘটে যায় এই বিপত্তি।