প্রথমে প্রেম, তারপর বিয়ে। তারপর? তারপর ডিভোর্স ও আরও একটি বিয়ে। তারপর আরও একটি ডিভোর্স ও বিয়ে। 🧔ডিভোর্স, বিয♒়ে, ডিভোর্স...।
হেঁয়ালি নয়। TLC-র নতুন রিয়েলিটি সিরিজ 'অ্যাডিক্টেড টু ম্যারেজ'-এ উঠে এসেছে এমনই চার মার্কিন🌟 মহিলার কাহিনী। তাঁরা প্রত্যেকেই বিয়ে করা নিয়ে একটু বেশিই উত্সাহী।
তাঁদের মধ্যে একজন উটাহর মহিলা মোট ১১ বার বিয়ে করেছেন। অন্যদিকে আইডাহোর একজন মহিলার শীঘ্রই পঞ্চম বিয়ে হবে। বছর ৫২-র মোনেট ডায়াস একজন ইন্টেরিয়র ডিজাইনার, এই নিয়ে তিনি মোট ১১ বার বিয়ে করেছেন। কোনওটাই দীর্ঘস্থায়ী হয়নি। তবে হার মানতে নারা🐷জ তিনি। আরও একটি চুটিয়ে প্রেম করছেন ত🌠িনি। তাঁর এই বয়ফ্রেন্ডকেই ১২ নম্বর স্বামী হিসেবে পেতে চান তিনি। 'আমি এক গোঁড়া খ্রিস্টান পরিবারে বড় হয়েছি। আমাদের বিয়ের বাইরে সেক্স করা নিষেধ। তাই সেটা করার জন্য, আমায় বিয়ে করতে হয়েছে,' জানিয়েছেন মোনেট ডায়াস।
তাঁর ১১টি বিয়ের মধ্যে সাতটি বিয়ের পিছনে এটাই ♔ছিল মূল কারণ, জানালেন তিনি। 'ধরুন কয়েক মাস ধরে কারও সঙ্গে ডেটিং করলাম। শেষমেশ যখন সেক্সের ইচ্ছা হবে, তখন সরাসরি বিয়েই করে নিয়েছি,' স্বীকারোক্তি তাঁর।
তবে শুধুমাত্র শারীরিক চাহিদার কারণেই তিনি বিয়ে করেন না, মনে করিয়ে দিলেন মোনেট। তাঁর কথায়,൩ 'আমি এখনও ভালবাসায় বিশ্বাসী। আমার প্রাক্তনদের প্রত্যেককেই আমি ভালবেসেছিলাম। আমি আসলে একটা ভাল লাগার মুহূর্তে ভেসে যাই, সহজেই প্রেমে পড়ে যাই।'
তাঁর সংক্ষিপ্꧑ততম বিয়ে মাত্র ছয় সপ্তাহ স্থায়ী হয়েছিল। অন্যদিকে তাঁর দীর্ঘতম বিয়ে প্রায় ১০ বছ♚র টিকেছিল।
আরও পড়ুন : সলমনের ‘জুড়ুয়া’ নায়িকা রম্ভাকে মনে আছে? এখনের ছবি দেখলে বিশ্বাস হবে না চোখকে