'শহিদের রক্ত বৃথা হতে দেব না। দেশের মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব।' বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পূর্তি উপলক্ষে দেশবাসীর সামনে এমনই শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সাংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানর আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ছিলেন হাসিনার বোন শেখ রেহানা। এদিন সভায় দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী জানান, ‘জাতির পিতা শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়েই স্বাধীনতা এসেছিল। বিশ্বের বুকে বাঙালি জাতি তাঁর স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠা করেছে।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ‘জাতির পিতা শেখ মুজিবর রহমানের আদর্শে উদ্ধুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’ এদিনের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের স্পিকার শিরিন শারমিন চৌধুরী-সহ আওয়ামী লিগের নেতৃবৃন্দ। পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত প্রতিনিধিরাও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। এদিন বিজয় দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিনের কুচকাওয়াজে ভারতের তিন বাহিনীর ১২২ জন অংশ নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের লড়াইয়ে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই এদিন বাংলাদেশের কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনী অংশ নেয়।