১.৩৪ লক্ষ ইউনিট ওয়াগন আর ও ব্যালেনো ফিরিয়ে নিচ্ছে মারুতি সুজুকি। ফুয়েল পাম্পে সম্ভাব্য ত্রুটির বিষয়টি খতিয়ে দেখার জন্য এই বিপুল সংখ্যক গাড়ি ফেরত নিচ্ছে মারুতি সুজুকি। গত বছরের জানুয়ারি ৮ থেকে নভেম্বর ৪ অবধি এই দুই মডেলের যতগুলি গাড়ি বানিয়েছে মারুতি, সেগুলি ফিরিয়ে নেওয়া হচ্ছে। সংস্থা জানিয়েছে তারা WagonR 1.0-লিটার ও Baleno-র পেট্রোল মডেলের গাড়ি ফিরিয়ে নিচ😼্ছে যেগুলি ওই সময়ে নির্মিত হয়েছিল।
ফুয়েল পাম্পে কোনও সমস্যা থাকলে সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে সেটা বদলে দেওয়া হবে। মারুতির অথরাইজড ডিলারটা গাড়ির মালিকদের সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে যোগাযোগ করবে। আপনি নিজেও ꧑দেখতে পারেন আপনার গাড়িটির চেক করা🃏র দরকার কিনা।
WagonR🍌 এর জন্য মারুতির ওয়েবসাইট ও Baleno-র জন্য নেক্সা ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য মিলবে। গাড়ির চ্যাসিস নম্বর দিয়ে সার্চ করতে হবে। গাড🍷়ির আইডি প্লেট থেকে পেয়ে যাবেন চ্যাসিস নম্বর। এর আগে Ciaz, Ertiga and XL6 petrol smart hybrids-এ সম্ভাব্য ত্রুটির জন্য ৬৩ হাজারের ওপর গাড়ি ফিরিয়েছিল মারুতি।
সারা বিশ্বেই গাড়ির যন্ত্রাংশে কোনও সমস্যা পাওয়া গেলে রিকল করার প্রথা চালু আছে। বিন♌ামূল্যে গাড়ি প্রস্তুতকারক সংস্থা যন্ত্রাংশ বদলে দেয় যদি তাদের দিক থেকে কোনও ত্রুটি থাকে।&nbs𓃲p;