রাজ্যের কোভিড সংক্রমণ সামলাতে বহু রাজ্যই লকডাউনের পথে বেছে নিয়েছে। সেই তালিকায় এবার জুড়ল এক দক্ষিণী রাজ্যের নাম। এবার লকডাউন জারির ঘোষণা করল কর্ণাটক সরকার। এদিন সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ঘোষণা করেন, আগামীকাল অর্থাত্, ২৭ এপ্রিল রাত ৯টা থেকে ১৪ দিনের লকডাউন জারি করা হবে রাজ্যে।করোনার সংক্রমণ ফের লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইয়েদুরাপ্পা জানিয়েছেন৷ একই সঙ্গে তিনি জানান যে করোনার সংক্রমণ ঠেকাতে ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়ার দিকে নজর রাখছে প্রশাসন৷এই সময়কালে জরুরি প্রয়োজনীয় পণ্ডের দোকান খোলা রাখা যাবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। গণ পরিবহণ পুরোপুরি বন্ধ থাকবে। তবে নির্মাণ, উত্পাদন এবং কৃষি ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়া যাবে। এই প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'রাজ্য জুড়ে হাসপাতালের শয্যার বিশাল চাহিদা রয়েছে। করোনা অভাবনীয় গতিতে ছড়িয়ে পড়ছে। আমরা মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে কিছু পরামর্শ দিয়েছি। সাধারণ মানুষের পাশাপাশি বিক্রেতাদের এবং ছোট ব্যবসায়ের জীবন বাঁচানো গুরুত্বপূর্ণ।'উল্লেখ্য, রবিবার কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট জানাচ্ছে যে গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে রেকর্ড ৩৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারান ১৪৩ জন। এরপরই সোমবার মন্ত্রিসভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সেখানেই রাজ্যে লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত রাত ন'টা থেকে সকাল ছ'টা পর্যন্ত নাইট কার্ফু জারি করার কথা ঘোষণা করেছিল কর্ণাটক সরকার। তবে তাতে করোনা ঠেকানো সম্ভব না হওয়ায় কড়া পদক্ষেপ নেওয়া হল। অন্যদিকে এদিন মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান৷ ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী৷