হিন্দিতে পড়ানো যাবে ডাক্তারি কোর্স। এনিয়ে মধ্যপ্রদেশ সরকারের নির্দেশকে ঘিরে কিছুটা হলেও দোলাচলে চিকিৎসকদের অনেকেই। তাঁদের মতে গ্রামীণ এলাকার পড়ুয়াদের এতে প্রাথমিক🌜ভাবে সুবিধা হবে। কিন্তু পরবর্তী সময়ে জ্ঞানের গভীরে যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে। গত অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ হিন্দিতে এমবিবিএসের তিনটি বই প্রকাশ করেন। দেশের মধ্য়ে প্রথম মধ্যপ্রদেশেই এই উদ্যোগ নেওয়া হয়।
অমিত শাহ জানিয়েছিলেন দেশের আরও আটটি ভাষা🧸য় টেকনিকাল ও মেডিক্যাল শিক্ষার ব্যবস্থা করা হবে। ভাষা সংক্রান্ত ক্ষেত্রে যে হীনমন্যতা থাকে তা এর ম🔜াধ্যমে কেটে যাবে বলেও তিনি জানিয়েছিলেন।
তবে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশনের প্রাক্তন ন্যাশানাল প্রেসিডেন্ট ডাঃ জে এ 🍰জয়ালাল একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অমিত শাহ হয়তো বলতে চেয়েছিলেন পড়ুয়াদের সক্ষমতা বৃদ্ধꦉি পাবে কিন্তু আমাদের মতে তাদের অগ্রগতিতেও প্রভাব পড়বে।
তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আমরা আধুনিক চিকিৎসﷺা নিয়ে কাজ করি। সেক্ষেত্রে এটা শুধু ভারতের ব্যাপার নয়, গোটা বিশ্বের সঙ্গে যুক্ত। আপনি যদি আঞ্চলিক ভাষায় মেডিক্যাল পড়েন তবে আপনি বিদেশে গিয়ে আপনার পড়াশোনাকে আপডেট করতে পারবেন না।
শুধু টেক্সট বই পড়ে হবে না। আপনাকে আন্তর্জাতিক জার্নাল পড়তে হবে। তবে আপনি যদি একটি স্থানীয় কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ থাকতে✨ চান তবে কোনও সমস্যা হবে না।জান🐎িয়েছেন ওই চিকিৎসক।