তিনদিনের আমেরিকা সফরে ভারত🐲ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে হোয়াইট হাউসের আধিকারিকদের সঙ্গে আলোচনায় শিখ অ্যাক্টিভিস্টরা। তাঁরা হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন। তাঁদের মূলত এটা নিশ্চিত করা হয়েছে যে তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত 𓆏করা হচ্ছে আমেরিকার প্রশাসনের তরফে।
হোয়াইট হাউস চত্বরের মধ্যেই এই মিটিং হয়েছে। শিখ কোয়ালিশন, দ্য শিখ আমেরিকান লিগাল, ডিফেন্স এডুকেশন ফান্ড সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা দেখা করেন হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে। আমেরিকান শিখ ককাস কমিটির প্রতিষ্ঠাতা প্রীতপাল সিং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে মার্কিন সরকার শিখ আমেরিকানদের সুরক্ষার ব্য꧋বস্থা করছে।
তিনি জানিয়েছেন, শিখ আমেরিকানদের সুরক্ষা দেওয়ার জন্য় আমরা 💎মার্কিন আধিকারিকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাঁদেরকে জানিয়েছি আরও আমাদের জন্য কাজ করুন, সেই সঙ্গেই তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, স্বাধীনতা আর ন্যায় বিচার দুটোই🐭 বজায় থাকবে।
তবে এই ধরনের মিটিং যেখানে মার্কিন পদস্থ আধিকারিকরা ও শিখ অ্য়াক্টিভিস্টরা রয়েছেন তেমনটা এই প্রথম। তবে নির্দিষ্টভাবে তাঁদের মধ্যে ঠিক কোন পর্যায়ে আলোচনা হয়েছে সেটা সবটা জানা যায়নি। তবে এই মিটিংয়ে পরে শিখ নেতৃত্ব যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। 🃏এই ধরনের সুরক্ষার আশ্বাস দেওয়ার জন্য তাঁরা মার্কিন সরকারকে ধন্য়বাদ জানিয়েছেন।