উৎপল পরাশর, অ্যালিস ইয়াসু
উত্তরপূর্বের দুই রাজ্য়ে একেবারে উৎসবের মেজাজে ভোট। আর তার সঙ্গেই রেকর্ড ভোট পড়েছে উত্তর পূর্বের দুই রাজ্যে মেঘালয় ও ❀নাগাল্যান্ডে। ৬০ আসনের মধ্যে ৫৯ আসনে ভোট হয়েছে। মেঘালয়ের একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর জেরে ওই আসনে ভোট হয়নি। নাগাল্যান্ডে একটি আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
আগামী ২ মার্চ ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এদিকে এক্সিট পোলের হিসাবে বিজেপির পালেই হাওয়া। ত্রিপুরায় এক্সিট ভোটের হিসাব বলছে বিজেপি ও আইপিএফটি ক্ষমতায় আসতে পারে। নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি ক্ষমতায় ফিরতে পারে। অন্য়দিকে মেঘালয়ে ত্রিꦯশঙ্কু পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
জি নিউজ ম্যাট্রিজ এক্সিট পোলের হিসাবে মেঘালয়ে এনপিপি পেতে পারে ২১-২৬টা আসন, ৬-১১টি আসন পেতে পারে বিজেপি, ৮-১৩টি আসন পেতে পারে তৃণমূল, ৩-৬টি আসন পেতে পারে কংগ্রেস। ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষায় ജএনপিপি ১৮-২৪টি আসন, বিজেপি ৪-৮টি আসন, তৃণমূলꦯ ৫-৯টি ও কংগ্রেস ৬-১২টি আসন পেতে পারে। টাইমস নাও-ইটিজি সমীক্ষা বলছে এনপিপি ১৮-২৬, বিজেপি ৩-৬, কংগ্রেস ২-৫, তৃণমূল ৮-১৪টি আসন পেতে পারে।
ত্রিপুরায় টাইমস নাও-ইটিজির সমীক্ষা বলছে বিজেপি ২১-২৭টি আসন, কংগ্রেস বাম জোট ১৮-২🐓৪ আসন, ১৭টি পেতে পারে তিপরামোথা।📖 জি নজি নিউজ ম্যাট্রিজ এক্সিট পোলের হিসাবে বিজেপি-আইপিএফটি ২৯-৩৬টি আসন, বাম-কং জোট ১৩-২১ টি আসন, তিপরা মোথা ১১-১৬টি আসন। ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়া পোল জানিয়েছে বিজেপি আইপিএফটি ৩৬-৪৫টি আসন, বাম-কংগ্রেস জোট ৬-১১টি আসন ও তিপরা মোথা পেতে পারে ৯-১৬টি আসন।
নাগাল্যান্ডে টাইমস নাও-ইটিজি পোল এনডিপিপি-বিজেপি জোট পেতে পারে ৩৯-৪৯টি আসন, এনপিএফ ৪-৮টা আসন, এলজেপি ২-৫টি 𒁏আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে এক্সি মাই ই꧟ন্ডিয়া পোলের মতে এনডিপিপ-বিজেপি জোট ৩৮-৪৮টি আসন পেতে পারে। এনপিএফ ৩-৮টি আসন, কংগ্রেস ১-২ টি আসন। জি নিউজ ম্যাট্রিজ এক্সিট পোলের হিসাবে এনডিপি-বিজেপি জোট পেতে পারে ৩৫-৪৫টি আসন, এনপিএফ ২-৫টি আসন কংগ্রেস ১-৩টি আস꧙ন।
নাগাল্যান্ডে 🦹ভোট পড়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৪.৬৯ শতাংশ। ওখ☂াতে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বলে খবর। গুলি চালানোর ঘটনাও হয়েছে বলে অভিযোগ। মন জেলায় সুরক্ষা বাহিনীকে নিশানা করে পাথর বৃষ্টি হয়।