দেশ♔দ্রোহী স্লোগান বন্ধ করতে জেএনইউ ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যায়ে পশ্চিম উত্তরপ্রদেশের পড়ুয়াদের জন্য ১০% সংরক্ষণের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বাল্যান।
বৃহস্পতিবার মীরাটে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনেএক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিজেপি নেতা বಞলেন, এই আইন পাশ হওয়ার পরে মুজাফ্ফরনগর, মীরাট ও বꦇিজনৌর-সহ পশ্চিম উত্তরপ্রদেশে হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছিল। তাঁর প্রশ্ন, ‘এই সব লোক কোথা থেকে আসে? তারা কেন রাস্তায় বেরিয়ে পড়ে? এই আইন তো নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়।’
বাল্যান দাবি করেছেন, জেএনইউ ও জামিয়া মিলিয়া ইসলামিয়ার তুলনায় নাগরিকত্ব আইনের সমর্থক অনেক বেশি ছাত্রছাত্রী রয়ে🔯ছেন মীরাট কলেজে।
পরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘রাজনাথজিকে অনুরোধ করব, জেএনইউ, জামিয়াতে যার🧔া দেশদ্রোহী স্লোগান দিচ্ছে, তাদের একটাই ওষুধ, পশ্চিম উত্তরপ্রদেশের জন্য ওখানে ১০% সংরক্ষণ চালু করে দিন। তাতেই সবার চিকিত্সা হয়ে যাবে, আর কারও দরকার পড়বে না।’
এ দিন বিজেপি আয়োজিত সিএএ সচেতনতা সভায় যোগ দেন কেন্দ্র🦹ীয় মন্ত্রী স🔜ঞ্জীব বাল্যান।