প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল কিশ♈োর। আর তাতেই ঘটল মর্মান্তিক পরিণতি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কিশোরের। ঘটনাটি উত্তরপ্রদেশের কানꦑপুরের। ১৬ বছর বয়সি ওই কিশোরের নাম অনুজ পাণ্ডে। কানপুরের বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় 𝄹সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় অনুজ ব্যাটিং করছিল। রান নেওয়ার সময় আচমকা অচেতন হয়ে🗹 পড়ে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করেন তার বন্ধুরা। কিন্তু তারপরেও জ্ঞান না ফেরায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃতꦚ ঘোষণা করেন। ঘটনার পরেই কিশোরের পরিবারকে খবর দেয় তার বন্ধুরা। জানা গিয়েছে, অচেতন হওয়ার পর ঠোঁট নীলাভ হয়ে যায় অনুজের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার এই ঘটনার খবর প্রক⛦াশ্যে এসেছে। এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে কিশোরের পরিবারের। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর দশম শ্রেণির পড়ুয়া। তারা দুই ভাই। অনুজের বাবা অমিত পাণ্ডে জান🐬ান, বুধবার সকালে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। সেই সময় আচমকা সে অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত প্রশ্ন করেন।
চিকিৎসক গণেশ প্রসাদ জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনও অভিযোগ জানাননি। পুলিশ তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইওলে পরিবারের সদস্যরা বাধা দেন এবং ময়নাতদন্ত না করেই তারা শেষকৃত্য সম্পন্ন করেন।