ইভিএম স্ট্রং রুমে নিয়ম ভঙ্গ হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। এবার সেই অভিযোগ তুলে সরব অভিনেতা তথা সদ্য নির্বাচনী রাজনীতিতে পা দেওয়া কমল হাসান। স্ট্রং রুমে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন এমএনএম প্রধান।প্রধান ইলেক্টোরাল অফিসার সত্যব্রত সাহুকে নিজের অভিযোগ জানানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমল হাসান বলেন, 'সিসিটিভি ক্যামেরাগুলি খারাপ হয়ে যাচ্ছে। ব্যালট যেখানে সংরক্ষিত, সেই জায়গাগুলিতে রহস্যজনক কনটেইনার যুক্ত যানবাহন প্রবেশ করছে। এমন একাধিক প্রশ্ন উঠছে।'তিনি আরও অভিযোগ করেন যে এই কেন্দ্রগুলিতে ওয়াইফাই নেটওয়ার্ক অন্তর্বতীকালীন ভাবে সক্রিয় ছিল। প্রসঙ্গত, এর আগে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনও এই একই অভিযোগ করেছিলেন। কমল হাসানের বক্তব্য, এটা নিজেদেরকে বাঁচানোর জন্য করা অভিযোগ নয়, বরং এটি গণতন্ত্র রক্ষার স্বার্থে করা অভিযোগ।তামিলনাড়ুতে গত ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটি ফেজেই ২৩৪টি আসনের ভোটগ্রহণ হয় সেরাজ্যে। এরপর দীর্ঘ অপেক্ষায় রয়েছেন সেরাজ্যের রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গের সঙ্গে ২ মে সেরাজ্যে ভোট গণনা হবে। এই আবহে স্ট্রং রুমে নিয়ম ভঙ্গের গুরুতর অভিযোগ উঠতে শুরু করল। এদিন কমল হাসান বলেন, 'যদি ৭৫টি স্ট্রম রুমের মধ্যে ৪টিতেও কিছু হয়ে থাকে, তাহলে বাকি ৭১টি স্ট্রং রুম যে সুরক্ষিত, তা কীভাবে জানতে পারব আমরা?'এদিকে এই অভিযোগের প্রেক্ষিতে প্রধান ইলেক্টোরাল অফিসার সত্যব্রত সাহু বলেন, 'কেউ ইভিএম হ্যাক করতে পারে না। এগুলি ক্যালকুলেটরের মতো; তাদের হ্যাক করা যায় না। ইভিএমগুলি কঠোর সুরক্ষার আওতায় রয়েছে।' এছাড়া রাজনৈতিক দলগুলির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, 'আমরা গণনা কেন্দ্রের আশেপাশে দিয়ে যাওয়া সব যানবাহনের উপর নজরদারি চালাব।'