মঙ্গলবার বিজেপির♏ বুথস্তরের কর্মীদের নিয়ে ক্লাস নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এক কর্মী মোদীকে প্রশ্ন করেন বিরোধী জোটের মি🌠টিং নিয়ে। তার উত্তর দিলেন মোদী। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ওই মিটিং নিয়ে রাগারাগি করবেন না। ওদের দেখে করুণা করুন। এরপরই তুললেন দুর্নীতির প্রসঙ্গ।
মেরা বুথ সবসে মজবুত। মধ্য়প্রদেশে প্রধানমন্ত্রী 𓆉রীতিমতো ক্লাস নিলেন বিজেপি🎀র বুথস্তরের কর্মীদের।
তিনি ওই মিটিং থেকে একেবারে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, আসলে ওরা জেলের গরাদগুলো দেখতে পাচ্ছেন। সেক🙈ারণেই এখন তাদের কমন মিনিমাম 🙈প্রোগ্রাম হল সেই দুর্নীতির হাত থেকে নিজেদের বাঁচানো।
প্রধানমন্ত্রীর তীব্র কটাক্ষ। তিনি বলেন, ২০১৪ আর ২০১৯ সালের পরিস্থিতির কথা একবার মনে করুন। এখনকার মতো নার্ভাসনেস সেদিনও দেখা যায়নি। তারা এখন তাদের শত্রুদেরও একজায়গায় আনার জন্য় ডাকাডাকি করছে। আসলে ওদের আর কোনও রাস্তা নেই। তাদের নার্ভাসনেস দেখেই বোঝা যাচ্ছে ভারতের💝 মানুষ ২০২৪ সালে বিজেপিকে ফেরাতে একেবারে বদ্ধপরিকর। বিজেপি আবার জিতবে। সেক✃ারণে ভোটের কয়েক মাস আগে তারা এসব করছে। মিথ্যা অভিযোগ তুলে তারা নানা কথা বলছেন।
মোদী বলেন, বিরোধীরা গ্যারান্টি দেওয়ার কথা বলছে। কিন্তু সেই গ্যারান্টিটা ঠিক কী সেটা ওদের বলতে বলুন।ওদের গ্যারান্টি হল দুর্নীতির গ্যারান্টি, কেলেঙ্কারির গ্যারান্টি💛। কিছুদিন আগে ওরা ফটোসেশন করেছিলেন। যদি আপনারা এই দলগুলোর ইতিহাস দেখেন সেই ফটোতে থাকা মানুষগুলোকে দেখুন তাঁরা কমপক্ষে ২০ লাখ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রসঙ্গত ওই মিটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়াও ছিলেন। সেক্ষেত্রে তবে কি তাঁদেরও নিশানা করলেন মোদী।
মোদী বলেন, সারদা, রোজভ্য়ালি, কয়লা, শিক☂্ষক দুর্নীতি। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবেন না। ওদের গ্যারান্টি দুর্নীতি। আমি গ্যারান্টি দিচ্ছি লুঠেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ভূপাল থেকে প্🦹রধানমন্ত্রী যা বলেছেন তাতে তো মুখ্যমন্ত্রীর উচ্চ রক্তচাপ হয়ে যাওয়ার কথা!
তবে কংগ্রেসকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, হেলিকপ্টার থেকে সাবমেরিন কোথাও🧸 দুর্নীতি বাকি রাখেনি ওরা। লালু প্রসাদ যাদবকে নিশানা করে তিনি বলেন, ওদের দলের দুর্নীতির তালিকা এত বড় যে বিচারব্যবস্থাও একের পর এক রায় দিতে গিয়ে ক্লান্ত। এরপর এম কে স্ট্যালিন থেকে বাংলার মুখ্য়মন্ত্ꦺরী মমতা বন্দ্যোপাধ্য়ায় কাউকেই রেহাই দেননি তিনি। শরদ পাওয়ারকে নিশানা করেও তির ছোঁড়েন তিনি। সব মিলিয়ে বাংলার পঞ্চায়েত ভোটের আগে বড় আক্রমণ করলেন মোদী।