আইআইটি বম্বের ডিরেক্টর শুভাশিস চৌধুরি সদ্য তাঁর ফেসবুক পোস্টে তুলে ধরেছেন এক পড়ুয়ার মায়ের কথা। যে প্রসঙ্গ তুলে তিনি কার্যত ভবিষ্যতের পড়ুয়াদের অভিভাবকদের প্রতি প্রতিষ্ঠানের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আইআইটি বম্বেরꦺ ডিরেক্টর বলছেন, সদ্য তাঁকে এক পড়ুয়ার মা ♚আবেদন করেছিলেন যে, সেই পড়ুয়া ক্যাম্পাসে একটি ফ্ল্যাট যদি পায়, তার জন্য। ঝড়ে উড়ে যাচ্ছেন সাংবাদিক, রাস্তায় বন্যার জলে হাঙড়! তাণ্ডবলীলায় বিপর্যস্ত বহ
প্রসঙ্গত, যে পড়ুয়া ,সম্পর্কে কথা হচ্ছে, তিনি আইআইটিতে ব়্যাঙ্ক করেছিলেন। তেমনই দাবি উঠে এসেছে শুভাশিস চৌধুরীর ফেসবুক প্রোফাইলের পোস্টে। শুভাশিস চৌধুরী বলছেন, এক পড়ুয়ার মা জিজ্ঞাসা করলেন ‘যদি আমার ছেলে আইআইটিতে যোগ দেয়, তাহলে কি ক্যাম্পাসে একটি ফ্ল্যাট পাবে? ’ যার উত্তরে যোগ্য জবাব দিয়েছেন আইআইটি বম্বের এই ডিরেক্টর। সাফ বার্তায় তিনি পাল্টা প্রশ্ন করেছেন, ‘আপনার ছেলে ব়্যাঙ্ক করেছে বলে কি আপনি দরদাম করছেন?’ তারসঙ্গেই তিনি বলেন, আইআইটিতে প্রবেশের পর প্রতিটি পড়ুয়াকে সমান নজরে দেখা হয়। তাঁর ♑ব়্যাঙ্ক, তাঁর আর্থিক স্বচ্ছ্বলতা, সামাজিক পরিস্থিতি কোনও কিছুই গ্রাহ্য করা হয় না। সেখানে সকলের সমানাধিকার ও সমানভাবে তাঁদের দেখা হয়।
শুভাশিস চৌধুরী ওই পড়ুয়ার মাকে জানান, যদি অভিভাবকের আর্থিক স্বচ্ছ্বলতা কম থাকে আর পড়ুয়া যদি স্কলারশিপের জন্য আবেদন করেন, তাহলে আইআইটি বম্বে অবশ্যই তাঁকে সমর্থন করবে। তিনি সাফ জানান, যাঁরা ব়্যাঙ্ক করে আসেন আইআইটি বম্বেতে তাঁদের সকলকে সমান নজরে দেখা হয়। প্রথম ৫ জনকেই সমানভাবে দেখা হয়। ফলে সেই জায়গা থেকে এমন দাবি যে পড়ুয়ার মায়েরতরফে অহেতুক, তা তিনি স্পষ্ট করেছেন। এর পাশাপাশি ভবিষ্যতে আইআইটিতে আসা কোনও পড়ুয়ার অভিভাবক যাতে এমন দাবি না করতে পারেন , তার রাস্তাও প্রশস্ত করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি🔯। তিনি লেখেন, যে সমস্ত পড়ুয়ারা ভ꧟বিষ্যতে আইআইটিতে যোগ দিতে চান, তাঁদের অভিভাবকরা যেন শিখিয়ে দেন যে, তাঁদের সন্তানরা সকলের মতোই সমান।