একদিকে যখন হিংসার আঁচে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি, তখন সেখান থেকে মেরেকেটে ১০০ কিলোমিটার দূরে মীরাটে ফুটে উঠল একটুকরো সাম্প্রদায়িকᩚᩚᩚᩚᩚᩚ🎐ᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ সম্প্রীতির ছবি।
আরও পড়ুন : বন্দে মাতরম স্লোগানে শেষ বিদ💖ায় IB অফিসার অঙ্কিতকে, উঠল CAA পন্থী স্লোগানও
আগামী ৪ মার্চ মীরাটের হস্তিনাপুরের মহম্মদ শারাফাতের মেয়ে আসমা খাতুনের বিযꦇ়ে। সেজন্য ছাপানো হয়েছে কার্ড। সেই কার্ড ধর্ম-বিশ্বাসের সব বেড়াজাল, শৃঙ্খল ভেঙে দিয়েছে। নিমন্ত্রণ পত্রের একদিকে রয়েছে গণেশ ও রাধা-কৃষ্ণের ছবি। অন্যদিকে মুসলিম রীতি মেনে লেখা রয়েছে 'চাঁদ মুবারক'।
আরও পড়ুন :দিল্লি হিংসায় মৃত বেড়ে ৩﷽৯, রবিবার থেকে নয়া পুল🍷িশ কমিশনার
হঠাৎ কেন এরকম ভাবলেন? শারাফাত বলেন, 'বিশেষত যখন সাম্প্রদায়িক দ্বন্দ্ব চলছে তখন হিন্দু-মুসলিমের ঐক্য তুলে ধরার ক্ষেত্রে এটা ভালো পরিকল্পনা হবে বলে মনে হল। এ♔ই উদ্যোগে আমরা বন্ধুরা ইতিবাচক সাড়া দিয়েছেন।'
আরও পড়ুন : বিজেপি ছাড়লেন অভিনেত্রী সুভ🔴দ্রা মুখোপাধ্যায়, জানালেন 'সবকিছ♛ু বিধ্বংসী লাগছে'
নিজ﷽ের ধর্ম মেনেও যে সম্প্রীতি বজায় রাখা যায়, তা প🃏্রমাণ করা শারাফাত জানান, হিন্দির পাশাপাশি উর্দুতে কার্ড ছাপাচ্ছেন। অনেকে হিন্দি পড়তে পারেন। তাই আর কী!
আরও পড়ুন : IB অফিসারকে ৪০০ বার কোপানো হয়েছিল, দাবি দি♈ল্লির BJP সভাপতির
শারাফাতের এই সম্প্রীতির বার্তায় মুগ্ধ হয়েছেন মীরাটবাসী। অনেকেরই বক্তব্য, দাবানলের আগুন জ্বলসে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকা। তারমধ্যে গজিয়ে উঠেছিল সবুজের আভা। দেখা দিয়েছিল নতুন প্রাণের সঞ্চার। সেভাবেই একদিকে সাম্প্রদায়িক হিংসায় যখন জ্বলেছে দিল্লি, তখন🦩 তাতে সবুজ প্রাণের সঞ্চার করলেন শারাফাত।