আদিত্য নাথ ঝাঁ
পশ্চিমবঙ্গ থেকে ঝাঁকে ঝাঁকে নাইরোবি মাছি ঢুকতে পারে বিহারে। আর তার জেরে পূর্ণিয়া স্বাস্থ্য প্রশাসন হাই অ্যালার্ট জারি ক𝕴রল। পূর্ণিয়া সিভিল সার্জেন ডঃ ꦛএসকে ভার্মা সমস্ত স্বাস্থ্যকেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছেন, এই মাছির গতিবিধির উপর নজর রাখুন। এলাকায় সচেতনতামূলক কর্মসূচি পালনের ব্যাপারেও বলা হয়েছে।
পূর্ণিয়ার সিভিল সার্জেন ডঃ এসকে ভার্মা জানিয়েছেন, এই মাছি অত্যন্ত ভয়ঙ্কর। পূর্ব আফ্রিকা থেকে এটির উৎপত্তি। পূর্ণি🌄য়া, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ- বাংলা লাগোয়া জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত নাইরোবি মাছির হানার ঘটনা সেভাবে জানা যায়নি।
এদ💮িকে গত ৫ জুলাই সিকিমের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা এই নাইরোবি মাছির হানায় মারাত্মক সমস্য়ায় পড়েন। তাঁদের ত্বকে সংক্রমণ দেখা দেয়। কয়েকজনকে সার্জার🅰ি পর্যন্ত করতে হয়েছে। মূলত বংশবিস্তার ও খাবারের সন্ধানে এরা ঘুরে বেড়ায়।
পূর্ণিয়ার মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ বিভাস কুমার ঝা জানিয়েছেন, এই পোকা কামড🌠়ায় না। তবে ত্বকে বসলে অ্যাসিড জাতীয় কিছু ওরা ছড🦩়িয়ে দেয়। এতেই পুড়ে যাওয়ার মতো জ্বলুনি শুরু হয়ে ♉যায়।