যোগীরাজ্য উত্তর প্রদেশে আরও একটি শহরের নাম পরিবর্তন করার প্রস্তুতি শুরু হল। আলিগড়ের পর এবার ফিরোজাবাদের নাম পরিবর্তন হতে চলেছে। তার বদলে ফিরোজাবাদের নাম করা হবে চন্দ💮্রনগর। এই মর্মে বৃহস্পতিবার ফিরোজাবাদ পুরসভায় একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজা চন্দ্র সেনের নামে শহরটির নামকরণ চন্দ্র নগর করার প্রস্তাব অনুমোদিত হয়েছে পুরসভায়। এর আগে ২০২১ সালে জেলা পঞ্চায়েতস্তরে ফিরোজাবাদের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল।
আরও পড়ুন: ২২ জানুয়ারি রামলালার অভিষেক, আমন্ত্🗹রণপত্র পাঠানো শুরু, কত আমন্ত্রিত🌌 জানেন?
মেয়র কামিনী রাঠোর জানান, প্রস্তাবটি দিয়েছিলেন বিজেপি কাউন্সিলর অবনীশ বাল্মিকি। বৃহস্পতিবার ফিরোজাবাদ পুরসভার কার্যনির্বাহী কমিটির ১২ জনের মধ্যে ১১ জন সদস্য প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে অনুমোদন করে। উল্লেখ্য, রাজা চন্দ্র সেন ১৬ শতকে এই অঞ্চলটি শাসন করেছিলেন বলে জানা যায়। বৃহস্পতিবার ফিরোজাবাদের নাম পরিবর্তন করে চন্দ্র নগর করার প্রস্তাবে যে ১১ জন𓂃 কাউন্সিলর ভোটদানে অংশগ্রহণ করেন তার মধ্যে ছিলেন– বিজেপির ৭ জন, সমাজবাদী পার্টির ২ জন এবং ২ জন নির্দল কাউন্সিলর। তাঁরা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে সমাজবাদী পার্টির অন্য এক কাউন্সিলর ভোটদান থেকে বিরত থাকেন। তাঁর মতে, নাম পরিবর্তনের প্রয়োজন নেই।
জানা গিয়েছে, প্রস্তাবটি এক বা দুই সপ্তাহের মধ্যে পুরবোর্ডের সভায় তোলা হবে। একবার সেখানে পাশ 🤡হয়ে গেলে প্রস্তাবটি অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। বিজেপি নেতা এবং প্রাক্তন কাউন্সিলর সুরেন্দ্র সিং রাঠোর জানান, শহরটির নামকরণ চন্দ্র নগর করার দাবি জনসাধারণের দীর্ঘদিনের। সেই দাবিতে অনেকেই চিঠি দিয়েছেন। যদিও প্রস্তাবের বিরোধিতা করে সমাজবাদী পার্টির রাজ্য ইউনিট সেক্রেটারি অবনীন্দ্র যাদব বলেন, ‘জনগণের আসল সমস্যাগুলি উত্থাপন করার পরিবর্তে নাম পরিবর্তনের ইস্যুগুলি উত্থাপন করা বিজেপির কৌশলে পরিণত হয়েছে। ফিরোজাবাদ পুরসভা এখন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। পুরসভা নাগরিকদের সুযোগ-সুবিধা দিতে ব্যহত হচ্ছে।