ভারতীয় স্টার্ট-আপগুলির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রেডিও অনুষ্ঠান ‘মন কি বাতে’র ৮৩তম সংস্করণ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় স্টার্ট-আপগুলির প্রশংসা করে বলেন যে তারা বিশ্বব্যাপী সমস্যার সমাধান সূত্র বের করে দিচ্ছে। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘এটা ভারতের প্রবৃদ্ধির কাহিনীতে টার্নไিং পয়েন্ট। এখানে মানুষ এখন আর শুধুমাত্র চাকরিপ্রার্থী হওয়ার স্বপ্ন দেখে না, চাকরি দেওযার স্বপ্ন দেখে। এটি বৈশ্বিক মঞ্চে ভারতের মর্যাদাকে আরও মজবুত করবে।๊’
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০১৫ সাল পর্যন্ত দে🅠শে মাত্র নয় কি দশটি ইউনিকর্ন ছিল। আপনারা জেনে খুব খুশি হবেন যে ভারত এখন ইউনিকর্নের জগতেও শীর্ষ স্থানে রয়েছে।’ তিনি যোগ করেন, ভারতে ৭০টিরও বেশি স্টার্ট-আপ রয়েছে যেগুলি ১ বিলিয়নের বেশি মূল্যায়ন অতিক্রম করেছে।’
নরেন্দ্র মোদী এদিন আরও বলেন, ‘বছরের পর বছর স্টার্ট আপগুলি রেকর্ড বিনিয়োগ পাচ্ছে। এই ক্ষেত্রটি খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্𓆏ছে। এমনকি দেশের ছোট শহরগুলিতেও স্টার্ট-আপের পরিসর বেড়েছে। আজকাল ইউনিকর্ন শব্দটি খুব আলোচিত।’
এদিকে এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি খাতায়কলমে ক্ষমতায় থাকতে চান না। মোদী দাবি করেন, দেশ এবং দেশবাসীর সেবা🍰 করে যেতে চান তিনি। সেটাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, ‘আমি আজও ক্ষমতায় নেই। ভবিষ্যতেও ক্ষমতা দখল করতে চাই না। আমি শুধু সেবা করে যেতে চাই। আমার কাছে এই প💛দ, এই প্রধানমন্ত্রী - এইসব ক্ষমতার জন্য নয়। এটা সেবার জন্য আছে।’