বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে 'ডমরু' হাতে নিলেন মোদী! এরপর মন্দির চত্বরে যা হল
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ের ভোটের প্রচার তুঙ্গে। সামনেই রয়েছে সপ্তম দফার ভোট পর্ব। তার আগে আজ নিদের সংসদীয় ক্ষেত্র বারাণসীতে ভোটের প্রচারে আসেন মোদী। সেখানে রোড শোর পর পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরে। আর মন্দির চত্বরে এদিন ডমরু বাজাতে দেখা গেল প্রধানমন্ত্রীকে।