মার্চের শেষে টানা এক সপ্তাহ বন্ধ ছিল সুয়েজ খাল। বিশাল জাহাজ আটকে গিয়ে বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ। ফলে, ১ সপ্তাহ ধরে মাঝপথেই দাঁড়িয়ে যায় বহু জাহাজ। সারি সারি জ⛄াহাজ দাঁড়িয়ে থাকার সেই ছবিই প্রকাশ করল নাসা।
নাসারꩵ প্রকাশিত উপগ্রহ চিত্রটি সত্যিই বিস্ময়কর। সুয়েজ খালের প্রবেশ পথের মুখে দাঁড়িয়ে থাকা প্রায় ১৮৪টি জাহাজ দেখা যাচ্ছে ছবিতে।
ফেসবুকে ছবিটি শেয়ার করেছে নাসা। সেখানে তিনটি ছবির কোলাজে দেখা যাচ্ছে সুয়েজ খালের উপগ্রহ চিত্র। বাম দিক থেকে প্রথম ছবিটি ১ ফেব্রুয়ারির। অর্থাত্ সাধারণ পরিস্থিতিতে সুয়েজ খালের অবস্থা। তার পাশে, অর্থাত্ মধ্যবর্তী ছবিটি ২৭ মার্চের। সেখানে প্রায় ৭২ কিলোমিটার জুড়ে তৈরি হওয়া 'ট্রাফিক জ্যাম' দেখা যাচ্ছে। একেবারে ডানদিকের ছবিটি ২৯ তারিখের। সেটিতে ꦗদেখা যাচ্ছে গাল্ফ অফ সুয়েজে প্রায় ১০০ কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে প্রায় ১৮৪টি জাহাজ।
দেখুন নাসার সেই ফেসবুক পোস্ট
গত ২৪ মার্চ সকাল ৭ টা ৪০ নাগাদ সুয়েজ খাল দিয়ে উত্তরদিকে ভূমধ্যসাগরের দি🐼কে যাচ্ছিল বিশাল জাহাজটি। নাম এম ভি এভারগিভেন। সেই সময়েই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যেতে শুরু করে। শেষপর্যন্ত জাহাজের দুই মুখ সুয়েজ খালের দুই পাড়ে ঠেকে যায়। আড়াআড়িভাবে সুয়েজ খাল আটকে দাঁড়িয়ে পড়ে জাহাজটি।
বিশ্বের ౠঅন্যতম ব্যস্ত 🐻জলপথ সুয়েজ খাল। সুয়েজ খালের মাধ্যমে লোহিত সাগর ও ভূমধ্যসাগর সংযুক্ত। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ।
সুয়েজ খাল আটকে যাওয়ায় জলপথে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরপর যাত্রাপথে দাঁড়িয়ে যায় অগুনতি জাহাজ। জাহাজটিকে সরানোর চেষ্টায় এগিয়ে আসে মিশরের প্রশ🀅াসন। জাহাজ সরাতে বেশ কয🦂়েকটি টাগ বোট নামানো হয়। সঙ্গে খালের দুই তীরে এক্সাভেটর দিয়ে মাটি কাটা শুরু হয়।
প্রায় ১ সপ্তাহ টানা প্রচেষ্টার পর উন্মুক্ত হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। ধীরে ধীরে স💮্বাভাবিক হয় এশিয়া-ইউরোপের জলপথে পণ্য পরি🧔বহণ ব্যবস্