রাজ্যসভার সাংসদ তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং অভিযোগ করলেন যে বিজেপি জাতীয় পতাকার অপমান করেছে। মধ্যপ্রদেশে বিজেপ🐻ির এক দফতরে জাতীয় পতাকা মাটিতে লুটোপুটি খেয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। তার আরও দাবি, কোনও বিজেপি কর্মী সেই পতাকাটিকে তুলে রাখেননি। এই আবহে তিনি শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েননি। দিগ্বিজয় সিং বিজেপিকে তোপ দেগে বলেন, বিজেপি তেরঙ্গা ও রামকে বিক্রি করেছে। তারা নিজেদের স্বার্থে রামের নাম নেয় কিন্তু সীতার নাম নেয় না। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি রামের নামে ব্যবসা করছে। দিগ্বিজয় সিং প্রশ্ন করেন যে তাঁর সময়ে যে সব বাঁধ তৈরি হয়েছিল তা এক এক করে সব ভেঙে যাচ্ছে কীভাবে।
প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং তেরঙা ও রাম নিয়ে কথা বলতౠে গিয়ে বলেন, তেরঙা ও রাম বিক্রি হয়ে গিয়েছে। নিজেদের স্বার্থে তারা সীতার নয়, রামের নাম নেয়। অন্যদিকে, দিগ্বিজয় সিং একটি টুইট করে দাবি করেন, বিজেপি দফতরে জাতীয় তাকা মাটিতে পড়ে। পতাকার অসম্মান করা হয়েছে অভিযোগ তুলে তিনি আহ্বান করেন যাতে সংবাদমাধ্যম এই খবর প্রচার করে।
দিগ্বিজয় সিং টুইট করে লেখেন, ‘মধ্যপ্রদেশ বি🍨জেপি অফিসে জাতীয় পতাকা মাটিতে পড়ে ছিল এবং বিজেপি কর্মীরা তা তুলার জন্য মাথাও ঘামায়নি। আমি সচেতন সাংবাদিক সন্দীপ মিশ্রের কাছে কৃতজ্ঞ যিনি সাহসের সাথে বিজেপি অফিসের ভিতর থেকে সম্মানের সাথে রিপোর্ট করে তেরঙ্গার সম্মান ফিরিয়েছেন। ধন্যবাদ সন্দীপ।’