মুম্বইতে তিন হামলাকারী এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে নিশানা করে গুলি করে বলে অভিযোগ। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, পূর্ব বান্দ্রায় বাবা সিদ্দিকির ছেলে জিশানের অফিসের বাইরে গুলি চালায় তিন জন। তিনটি গুলিতে বিদ্ধ হয়েছেন তিনি এবং তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে যোগ দেন সিদ্দিকি।"আমি কিশোর বয়সে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগ দিয়েছিলাম এবং ৪৮ বছর ধরে এটি একটি গুরুত্বপূর্ণ যাত্রা ছিল। আজ আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি @INCIndia তাৎক্ষণিকভাবে। লিখেছিলেন তিনি। বাবা সিদ্দিকী কে?সিদ্দিক মুম্বইয়ের বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তিনবারের বিধায়ক। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আশিস শেলারের কাছে এই আসনটি হেরে যান।বাবা সিদ্দিকি ২০০০ সালের গোড়ার দিকে পূর্বতন কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।