নতুন আইন পাশ করে সেনার বিরুদ্ধে ও সেনার ꦆসম্মানহানি করে এমন যেকোনও মন্তব্য নিষিদ্ধ করা হল চিনে। প্রসঙ্গত ভারত- চিন সীমান্তে চিনা সেনার ভূমিকা নিয়ে নানা ধরণের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করা হত বলে অভিযোগ। সেই মন্তব্যেই এবার রাশ টানল চিনা সরকার। প্রসঙ্গত এর আগে থেকেই আইন রয়েছে শহিদদের সম্পর্কে কোনওরকম অসম্মানজনক কথা বললে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে চিনে। প্রসঙ্গত ইস্টার্ন লাদাখে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে চিনা সেনার মৃত্য়ুকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি মন্তব্য করেছিলেন। এরপর সেই ব্লগারকে আট মাসের জন্য জেলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার ন্যাশানাল পিপসল কংগ্রেস এই নতুন আইনটি পাশ করেছে। নয়া আইন অনুসারে কোনও সংস্থা বা ব্যক্তি সেনার সম্মানহানি করতে পারবেন না। এই ধরণের আচরণকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে গণ্য করা হ🏅য়েছে। এব্যাপারে জনস্বার্থ মামলাও হতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে সং জংপিং নামে প্রাক্তন পিএলএ উপদেষ্টা বলেন, নয়া আইনে সেনার অধিকার ও সম্মান আরও বেশি করে রক্ষিত হবে। প্রসঙ্গত এর আগে শহিদ বা তাঁদের পরিবারকে অসম্মান করে এমন কোনও মন্তব্যের বিরুদ্ধে চিনা সরকার কড়া ব্যবস্থা নিয়েছে। তার একাধিক নজির রয়েছে।