কে মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হবেন? তা নিয়ে এখনও জট কাটেনি। তবে নয়া মুখ্যমন্ত্রী যে আগামী ৫ ডিসেম্বর শপথগ্রহণ করবেন, তা ‘একতরফাই’ জানিয়ে দিলেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে। শনিবার বিজেপি নেতা বলেছেন, 'মহায্যুতি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। আগামী ৫ ডিসেম♌্বর বিকেল পাঁচটায় মুম্বইয়ের আজাদ ময়দানে বিশ্বের গর্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সেই অনুষ্ঠান হবে।' যদিও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি। যে টালবাহানা নিয়ে বিজেপির উপরে কিছুটা ক্ষুণ্ণ হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরআসএস)। নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা এবং জাতপাতের সম🍒ীকরণের অঙ্ক নিয়ে যে জট চলছে, তাতেই সংঘ খুশি নয় বলে সূত্রের খবর।
নিজেদের হাতে তৈরি নেতাদের রূপ দেখে হতবাক RSS
নাম গোপন রাখার শর্তে সংঘের এক শীর্ষ পদাধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদের জন্য যেভাবে বিজেপি নেতারা বিনোদ তাওড়ে, চন্দ্রশেখর বাওয়ানকুলে, চন্দ্রকান্ত পাটিল, কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহলেদের নাম ভাসিয়ে দিচ্ছেন, তাতে সংঘ একেবারেই সন্তুষ্ট নয়। জাতপাতের সমীকরণের ঊর্ধ্বে উঠে কাজ করে সংঘ। সেখানে সং💎ঘের হাতেই তৈরি হওয়া একাধিক নেতা রীতিমতো অবাক করে দিয়ে নয়া মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে জাতপাতের সমীকরণ নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।
ফড়ণবীসকে চাইছে RSS!
সংঘের একাংশের বক্তব্য ছিলেন, পূর্ববর্তী মহায্যুতি সরকারের মুখ্যমন্ত্রী (একনাথ শিন্ডে) এব🦹ং এক উপ-মুখ্যমন্ত্রী (অজিত পাওয়ার) মারাঠা ছিলেন।💖 তারপরও কেন একটি অংশের বিজেপি নেতারা দেবেন্দ্র ফড়ণবীসের নাম এড়িয়ে যাচ্ছেন এবং মারাঠা মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করছেন, তা বুঝে উঠতে পারছে না সংঘ। বিশেষত মাসছয়েক আগে লোকসভা ভোটে জোরদার ধাক্কা খাওয়ার পরে মহায্যুতি জোট যে মহারাষ্ট্রে ঝড় তুলেছে, সেটার নেপথ্যে ফড়ণবীস এবং আরএসএসের ভূমিকা কম নেই।
বিষয়টি নিয়ে নাম গোপন রাখার শর্তে অপর এক আরএসএস নেতা জানিয়েছেন, সংঘের তরফে বিজেপিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে মহারাষ্ট্রে মহায্যুতি জোটের পিছনে ফড়ণবীসের বড়বড় অবদান আছে। আর তাই মুখ্যমনඣ্ত্রী হিসেবে প্রথম পছন্দ হওয়া উচিত ফড়ণবীস। যিনি আগেও মহারাষ্𝄹ট্রের কুর্সিতে বলেছিলেন। তাঁকে যদি মুখ্যমন্ত্রী না করা হয়, তাহলে সেটা অবিচার হবে। এমনকী আসন্ন পুরভোটেও বিরূপ প্রভাব ফেলতে পারে।
আগে নাম ঘোষণা করা হোক, উঠল দাবি
ফড়ণবীস ঘনিষ্ঠ এক আরএসএস কর্মকর্তার বক্তব্য, বিজেপির ভাবমূর্ꦦতির ক্ষতি না করতে অবিলম্বে মুখ্যমন্ত্রীর নꩵাম ঘোষণা করে উচিত। তাঁর দাবি, ইতিমধ্যে নয়া মুখ্যমন্ত্রী হিসেবে ফড়ণবীসকে বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই অহেতুক দেরি করার কোনও অর্থ হয় না। অপর এক আরএসএস কর্মকর্তা অবশ্য দাবি করেছেন, প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচির জন্য দেরি হচ্ছে। তাছাড়া একনাথ শিন্ডে গোষ্ঠীর 'মনেও কষ্ট' দিতে চাইছে না বিজেপি।