আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া দশমীর দিন মালবাজারের হড়পাꦫ বানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। এদিকে কংগ্রেস সভাপতি পদের জন্য নির্বাচন হতে চলেছে 💧আজ। দেশ, বিদেশ এবং রাজ্যের যাবতীয় খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
সিবিআই সদর দফতরের বাইরে আটক AAP সাংসদ
আইন লঙ্ঘনের অভিযোগে সোমবার আম আদমি পার♒্টির সাংসদ সঞ্জয় সিংকে সিবিআই সদর দফতরের বাইরে আটক করেছে দিল্✨লি পুলিশ।
কিষাণ সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির টাকা পাঠালেন প্রধানমন্ত্রী
সোমবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নয়া দিল্লিতে দু’দিনের পিএম-কিষাণܫ সম্মেলন ২০২২ এর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থে🔯কেই পিএম কিষাণ যোজনার টাকা পাঠান মোদী।
'সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে', বললেন মমতা
উত্তরবঙ্গ সফ🃏রে যাওয়ার আগে দমদম বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সৌরভ দেশের গর্ব, কোন উদ্দেশ্যে সৌরভকে বাদ দেওয়া হল বিসিসিআই থেকে? অমিত শাহর ছেলে বোর্ডে রয়ে গেলেন, সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে।’ মমতা আরও বলেন, ‘আমি প্রধআনমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে সৌরভকে আইসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়।’