নিতিন গডকরিকে প্রধানমন্ত্রী করে সরকার করতে চেয়েছিলে বিরোধীরা। এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি নিজে। নাগপুরে এক অনুষ্ঠানে নিতিন গডকরি ভাষণ রাখার সময় এই 'গোপন কথা' ফাঁস করে জানান, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাঁর নীতি ও আদর্শ। পদের জন্যে তিনি নীতি বা আদর্শের সঙ্গে আপস করবেন না বলে জানান। তবে তাঁর বড় দাবির জেরে আবার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তিনি কারও নাম না নღিয়েই ইঙ্গিত করেন যে বিরোধীরা তাঁর কাছে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নিয়ে এসেছিল। এদিকে এই কথোপকথন ঠিক কবে হয়েছিল, তাও স্পষ্ট করে বলেননি নিতিন গডকরি।
তবে কী বলেছেন নিতিন গডকরি? বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আমার একটা ঘটনা মনে পড়ছে... আমি কারো নাম বলতে চাই না তবে একজন আমাকে বললেন, আপনি যদি প্রধানমন্ত্রী হতে যান, আমরা আপনাকে সমর্থন করব। আমি বললাম, আপনি আমাকে সমর্থন করবেন এবং আমি কেন আপনার সমর্থন নেব। প্রধানমন্🎶ত্রী হওয়া আমার জীবনের লক্ষ্য নয়। আমি আমার বিশ্বাসে দৃঢ় এবং সংগঠনের প্রতি অনুগত। আমি কোনও পদের জন্য আপস করতে চাই না। কারণ আমার দৃঢ় বিশ্বাসই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই প্রত্যয়ই ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।'
এদিকে তাঁর বক্তৃতায় নিতিন গডকরি বলেন, সাংবাদিকতা এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই নৈতিকতার গুরুত্বের ওপর জোর দেওয়া উচিত। এরপর তিনি আরও একটি কাহিনী শোনান। তিনি বলেন, 'একবার সিপিআই নেতা এবি বর্ধনের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন আমি তাঁরে বলেছিলাম যে তিনি নাগপুর এবং বিদর্ভ এলাকায় সবচেয়ে উঁচুমানের নেতা। তিনি আশ্চর্য হয়েছিলেন। আমাকে বলেছিলেন, তুমি তো রাষ্ট্রীয় স্বয়ং সেবকের সঙ্গে যুক্ত আর আমি তার বিরোধী। তখন আমি বলেছিলাম, সৎ বিরোধীদের সবসময় সম্মান করা উচিত। যে সততার সঙ্গꦕে বিরোধিতা করে, তাঁকে সম্মান করা উচিত। যে অসৎ, সে সম্মান পাওয়ার যোগ্য নয়। কমরেড বর্ধন নিজের নীতির প্রতি সৎ ছিলেন। এবং সাংবাদিকতার পেশার প্রতিও সৎ ছিলেন। আজ আর তেমন কাউকে দেখা যায় না।'