বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হেলিকপ্টার আচমকাই মাঝ আকাশে ঘুরে গিয়ে গয়ার রাস্তা নেয় শুক্রবার। বিহারের গয়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিক খবরে জানা যাচ্ছে যে খারাপ আবহাওয়ার কারণে এই দিক পরিবর্তন। উল্লেখ্য, জানা যায়, খরা বিধ্বস্ত এলাকা পরিদর্শণে গিয়ে এমন ঘটনার মুখে পড়তে হয় নীতীশ কুমারকে।পটনায় বিহারের এক সরকারি অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ফেরার সময় মেঘের সামনে পড়ে। পটনাতে তখন বৃষ্টি হচ্ছিল প্রবল। তখনই আমরা হেলিকপ্টার ঘুরিয়ে দিই। যখন আবহাওয়া ভাল হবে তখন হেলিকপ্টার ফিরবে।’ উল্লেখ্য, জানা গিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অউরাঙ্গাবাদ ও গয়া এলাকায় খরা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখতে রওনা হন সকালে। তখনই ঘটে যায় এই ঘটনা।বিহারের খরাউল্লেখ্য, দেশের একাধিক জায়গায় যখন ব্যাপক বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে, তখন বিহারের একাধিক স্থানে বেশ কয়েকদিন ধরে খরার আশঙ্কা দেখা গিয়েছে। বহু জায়গাতেই বর্ষণ না হওয়ায় এই ঘটনা ঘটে গিয়েছে। এর আগে লোকসভায় বিহারের খরা বিধ্বস্ত এলাকা নিয়ে সরব হন বিজেপি সাংসদ রাম কৃপাল যাদব। তিনি আর্জি জানিয়েছিলেন সরকারের কাছে যাতে কেন্দ্র থেকে একটি দল গিয়ে এলাকা পরিদর্শন করে।