সৌম্য পিল্লাই
বিজꦕ্ঞান. প্রযুক্তি ও আবিষ্কারের ক্ষেত্রে যে সরকারি পুরস্কার দেওয়া হয় সেটা রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার বলে পরিচিত হবে এবার। ভারতীয় বিজ্ঞানীদের হাতে এই পুরস্কার দেওয়া হয়। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারও রয়েছে। তবে মনে করা হচ্ছে সামনের বছর থেকে এই পুরস্কারের ক্ষেত্রে কোনও অর্থ দেওয়া হবে না।
ভাটনগর পুরস্কার ২০২২ মঙ্গলবার ১২জন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে। তবে মন্ত্রকের আধিকা🐭রিকদের একাংশের মতে. স💧ম্ভবত এবারই শেষবার অর্থমূল্য দেওয়া হল। এবার থেকে আর সেটা দেওয়া হবে না।
আধিকারিকদের মতে, পয়সার লোভে কেউ বিজ্ঞান সাধনা করেন এমনটা নয়।♏ ভালোবাসা ꦓথেকে এটা তাঁরা করেন। মঙ্গলবার যে পুরস্কার দেওয়া হয়েছে তাতে অর্থমূল্য ছিল। তবে আগামী বছর থেকে সম্ভবত এই অর্থমূল্য় আর থাকবে না। এরপর থেকে শুধু সার্টিফিকেট আর মেডেল থাকবে।
তবে সরকার গত সপ্তাহে ঘোষণা করেছে এবার বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে পুরস্কারকে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার ไবলা হবে। তার মধ্যে বিজ্ঞান রত্ন, বিজ্ঞানশ্রী, বিজ্ঞান যুব শান্তি স্বরূপ ভাটনগর ও বিজ্ঞান টিম থাকবে।
ভাটনগর পুরস্কারে ৫ লাখ টাকা দেওয়া হয়। তার সঙ্গে বেতনের বিষয়টিও থাকে। জাতীয় প্রযুক্তি পুরস্কারে থাকে ২৫ লাখ টাকা। বিজ্ঞান রত্ন পুরস্কার থাকে সারা জীবনের প্রাপ্তির নিরিখে। বিজ্ঞান শ্রী বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনও শাখায় কৃতিত্বের জন্য। বিজ্ঞান যুব শান্তি স্বরূপ ভাটনগর পুরস🍬্কার থাকে ৪৫ বছর বয়সিদের পর্য🌃ন্ত আর বিজ্ঞান টিম পুরস্কার থাকবে তিনজন বা তার থেকে বেশি সংখ্য়ক বিজ্ঞানীদের পুরস্কাররে জন্য।
বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের আওতায় সব মিলিয়ে ২০৭টা পুরস্কার রয়েছে। তার মধ্যে চারটি জাতীয় পুরস্কার, ৯৭টি বেসরক☂ারি পুরস্কার, ৫৪টি লেকচার, স্কলারশিপ ও ফেলোশিপের জন্য ও ৫৬টি অভ্যন্তরীন পুরস্꧅কার। তবে এবার অর্থ পুরস্কার আর জুটবে না বলে খবর। কেবল মেডের আর সার্টিফিকেট। সেটা নিয়েই খুুশি থাকতে হবে বিজ্ঞানীদের। তবে অনেকের মতে, এই পুরস্কারের অর্থ বিজ্ঞান সাধনার অগ্রগতির কাজেই লাগাতেন বিজ্ঞানীদের অনেকেই।