কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। দেশে সাড়ে সাত লক্ষ করোনা আক্রান্ত হলেও এই দাবি ༒থেকে সরছেন না তিনি। একই সঙ্গে তিনি বলেন যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বলার সময় দেশের জনসংখ্যার কথাটা মাথায় রাখা উচিত।
কয়েক দিন আগেই হর্ষ বর্ধন বলেছিলেন যে দেশে করোনা সংখ্যার বৃদ্ধির হার এখন চ্যাপ্টা হয়ে গিয়েছে। সরকারের ♒পদক্ষেপের জন্যেই করোনার ওপর নিয়ন্ত্রণ মিলেছে বলে তিনি জানান। কিন্তু বাস্তব হল, প্রায় প্রতি রাজ্যেই বাড়ছে নয়া কেসের সংখ্যা। এই মুহূর্তে আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে ভারত।
সেই পরিপ্রেক্ষিতে হর্ষ বর্ধন বলেন যে ভারতের জনসংখ্যার কথা মাথায় রাখা উচিত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিভি খুললেই দেখা যাচ্ছে ভারত এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ কোভিড পজিটিভ দেশ। কিন্তু এটি সঠিক ভাবে বোঝা উচিত। ভারতের জনসংখ্যা বিশ্বের মধ্যে দ🔯্বিতীꦐয় সর্বোচ্চ। তিনি বলেন বিশ্বে গড়ে প্রতি দশ লক্ষে ১৪৫৩ মানুষ করোনাগ্রস্ত। কিন্তু ভারতে সেই সংখ্যাটি ৫৩৮।
একই সঙ্গে তিনি ব♈লেন যে বিশেষজ্ঞরা ফের বলেছেন দেশে গোষ্ঠী সংক্রমণ নেই। কিছু স্থানীয় পকেটে কেসের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু সারা দেশে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে না বলে তিনি জানান।
মঙ্গলবার 🐷তিনি বলেছিলেন যে ভারত ধাপে ধাপে, আগে থেকে তৎপর হয়ে ব্যবস্থা নেওয়ায় করোনা কার্ভ চ্যাপ্টা হয়েছে। হাসপাতালে এখনও অনেক খালি শয্যা আছে বলেও তিনি জানান।
ভারতে যে করোনায় মৃত্যুহার ২.৭৮ ꦇশতাংশ, সেই ইতিবাচক তথ্যটি বারবার তুলে ধরেন তিনি। এই মুহূর্তে প্রায় ১১০০ ল্যাবে দৈনিক আড়াই লক্ষ মানুষের টেস্ট হচ্ছে।
দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত সাড়ে সাত লক্ষের বেশি। মারা গিয়েছেন ২১১২৯জন। সুস্থ হয়ে উঠেছেন ৪.৭৬ লক্ꦅষ মানুষ।