সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর গ্রেফতারির বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। বরং ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার (জেএমএম) নেতাকে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিল শীর্ষ আ๊দালত। যে হেমন্তকে আর্থিক তছরুপ মামলায় বুধবার গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপর 🎉প্রাথমিকভাবে তিনি হাইকোর্টে মামলা হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই আবেদন প্রত্যাহার করে নেন। দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। ইডির গ্রেফতারির বিরুদ্ধে তাঁর দায়ের করা মামলা শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে ওঠে।
শুনানির সময় বিচারপতি সঞ্জীব খান্না প্রশ্ন করেন, ‘🤡উনি (হেমন্ত) কেন হাইকোর্টের দ্বারস্থ হননি? কেন সোজাসুজি এখানে (সুপ্রিম কোর্ট) চলে এলেন।’ প্রত্যুত্তরে হেমন্তের আইনজীবী কপিল সিবল বলেন, 'আমরা একজন মুখ্যমন্ত্রীর বিষয়ে কথা বলছি।' পালটা বিচারপতি খান্না বলে♚ন, 'সকলের জন্যই আদালতের জন্য খোলা আছে। আমরা যদি একজনকে ছাড় দিই, তাহলে প্রত্যেককে ছাড় দিতে হবে আমাদের।'
সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে হেমন্তকে আগে ঝাড়খণ্ড হাইকোর্টে যেতে হবে। আপাতত তাঁর দায়ের করা মামলায় কোনও হস্তক্ষেপ করা হবে না। বিচারপতি খান্না বলেন, ‘দয়া করে হাইকোর্টে যান। আমরা এটায় হস্তক্ষেপ করব না।’ সেইসঙ্গে শীর্ষ আদালত বলেছে যে ‘৩২ ধারার আওতায় এই পিটিশনে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই। ২২৬ ধারার আওতায়ꦚ হাইকোর্টের কাছে দ্বারস্থ হওয়ার দরজা খোলা রাখছি। আমরা জানতে পেরেছি যে হাইকোর্টে মামলা করা হয়েছিল। এখনও সেটির ফয়সালা হয়নি। তারপর ২২৬ ধারার আওতায় আরও একটি মামলা দায়ের করা হয়েছিল। যা পরবর্তীতে প্রত্যাহার করে নেওয়া হয়।’
আর হেমন্ত যেদিন সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না, সেদিনই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথℱ নিলেন চম্পাই সোরেন। ই🦋ডির হাতে গ্রেফতারির আগেই হেমন্ত ইস্তফা দেন। তারপর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে হয়েছেন চম্পাই। শপথগ্রহণের পরে ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী বলেন, ‘আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছেন হেমন্ত। উনি যে কাজগুলি শুরু করেছেন, সেগুলির গতি আমরা আরও বাড়াব। মানুষের আকাঙ্খা পূরণের জন্য সময়মতো আমরা সব কাজ শেষ করব। বিরোধীরা রাজ্যের যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল, সেটা আমাদের জোটশক্তির সামনে ব্যর্থ হয়েছে।’
আরও পড়ুন: Chief minister arrested: হেমন্ত সোরেনের আগে দেশের কতজন প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্রেফতার হয🍌়েছেন?