বয়স বাড়লে টাকার টেনশন শেষ। বাবা মায়েরা বাচ্চাদের জন্য আগেভাগেই করে রাখতে পারবেন পেনশন পরিকল্পনা। সামান্য কিছু টাকা দিয়ে বিনিয়োগ শুরু করলেই যথেষ্ট। এই সবটা নিশ্চিত করেই নির্মলা সীতারামন চালু করেছেন ন্যাশনাল পেনশন সিস্টেম বাৎসল্য প্রকল্প। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির অধীনে ജসহায়তা করবে ছোটদের পেনশন প্রকল্প।
আরও পড়ুন: (One Nation One Election: একইসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট! ‘এক দেশ, এক নির্বাচন’-র রিপোর্টে অনুমো﷽দন সরকারের)
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার এই 🤡প্রকল্প চালু করেছেন। ছোটদের জন্মদিনের পার্টিতে তাদের উপহারের সঙ্গে এনপিএস বাৎসল্য উপহার দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। তিনি এদিন আরও বলেন, আগে যদি এমন সুবিধা থাকত, তাহলে আজ প্রত্যেক প্রবীণ নাগরিকই পেনশন পেতেন।
১০০০ টাকা অনুদান দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে
এখন থেকে প্রত্যেক বাবা মা বার্ষিক মাত্র ১০০০ টাকা জমা করে দিয়ে এনপিএস বাৎসল্য প্রকল্পের অ্যাকাউন্ট ꧃খুলতে পারেন।১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে। এরপর ওই বাচ্চার বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টটি নিজে একটি সাধারণ ন্যাশনাল পেনশন অ্যাকাউন🤪্টে রূপান্তরিত হয়ে যাবে। তারপর ঠিক ৬০ বছর বয়সের পরে তাঁরা পেনশন আকারে এই ন্যাশনাল পেনশন সিস্টেম তহবিলের সুবিধা পেতে থাকবেন।
আরও পড়ুন: (Indus Waters Treaty: সিন্ধু জল চুক্তির স💦ংস্কার চেয়ে পাকিস্তানকে নোটিশ পাঠাল ভারত)
ন্যাশনাল পেনশন সিস্টেম বাৎসল্য প্রকল্পের কিছু বিশেষ বৈশিষ্ট্য
- ১৮ বছর বয়স পর্যন্ত প্রত্যেক নাবালক নাগরিক এই প্রকল্পের যোগ্য।
- এই প্রকল্পের একটি অ্যাকাউন্ট খুলতে, বার্ষিক মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করলেই হবে। এর কোনও সর্বোচ্চ সীমা নেই।
- অ্যাকাউন্টটি যে কোনও ব্যাঙ্ক, পোস্ট অফিসে বা ই-এনপিএস-এর মাধ্যমে খোলা যেতে পারে।
- অ্যাকাউন্টটি খুলতে প্রয়োজনীয় নথি হিসাবে নাবালকের জন্ম তারিখ, অভিভাবকের কেওয়াইসি-র জন্য আধার, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির সঙ্গে রাখবেন।
- নাবালকের এই অ্যাকাউন্টটি অভিভাবকরা চালাবেন।
- ১৮ বছর বয়স হলে সমস্ত নাগরিকদের জন্য এই স্কিম সরাসরি এনপিএস-এ স্থানান্তর করা হবে।
আরও পড়ুন: (IndiGo Flight: ওড়ার মুহূর্তেই রানওয়েতে ধাক্কা, ল𝓀েজে আঁচড় নিয়ে তৎক্ষণাৎ ﷽অবতরণ যাত্রীবোঝাই বিমানের)
বর্তমানে, দেশের জনসংখ্যার ৩১ শতাংশের বয়স ১৮ বছরের কম। চলতি অর্থবছর ২০২৪-২৫-এর বাজেটে এনপিএস বাৎসল্য প্রকল্প চালু করাইর ঘোষণা করা হয়েছিল। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই অনুষ্ঠানে বলেছিলেন যে নতুন প্রজন্মের আর্থিক ও অর্থনৈতিক সুরক্ষা সহ একটি উন্নত ভারত তৈরির কথা মাথায় রেখে, ন্যাশনাল পেনশন ꦑসিস্টেম বাৎসল্য প্রকল্প শুরু করা হয়েছে।