দিল্লিতে কুস্তিগিরদের 'হেনস্থার' ঘটনা.য় সরব হলেন অলিম্পক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের যে ‘হেনস্থা’ করা হয়েছে, টেনেহিঁচড়ে তোলা হয়েছে, ত🍬া নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন ‘সোনার ছেলে’। ২০১༺৬ সালের অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীর ভিডিয়ো রিটুইট করে ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী বলেন, ‘এটা দেখে খুব কষ্ট হচ্ছে। এই বিষয়টি ভালোভাবে সামলাতে হবে।’ উল্লেখ্য, সাক্ষীর টুইট করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে কুস্তিগিরদের হাতে জাতীয় পতাকা আছে। তারইমধ্যে তাঁদের টেনেহিঁচড়ে তোলার চেষ্টা করছে পুলিশ। জাতীয় পতাকা যাতে কোনওভাবে রাস্তায় না ঠেকে যায়, সেই চেষ্টাও করতে দেখা গিয়েছে বিক্ষোভরত কুস্তিগিরদের।
আজ দিল্লিতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প নয়া সংসদ ভবনের উদ্বোধন-পর্ব চলছে, সেইসময় সেখানে যাওয়ার জন্য যন্তর মন্তর থেকে মিছিল শুরু করেন কুস্তিগিররা। যৌন হেনস্থা এবং ভয় দেখানোর অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে নয়া সংসদ ভবনের উদ্দেশꦍে মিছিল শুরু করেন কুস্তিগিররা। নয়া সংসদ ভবনের সামনে মহিলাদের মহা পঞ্চায়েতের পর🌸িকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাঁদের আটকে দেয় দিল্লি পুলিশ। টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয় দেশের পদকজয়ী কুস্তিগিরদের। সাক্ষী, বজরংদের আটক করা হয়।
তারপর যন্তর মন্তরে কুস্তিগিরদের বিক্ষোভস্থল♒ের ছাউনি এবং অন্যান্য কাঠামো সরিয়ে দেয় পুলিশ। তারইমধ্যে সাক্ষী অভিযোগ করেন, 'আমার কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে হাঁটছিলাম। কিন্তু আমাদের জোরজবরদস্তি করে (গাড়িতে তোলা হয়েছে)। আমার হাতেও চোট লেগেছে। খুব বাজেভাবে আমাদের টেনেহিঁচড়ে তোলা হয়েছে।' একইসুরে অলিম্পিক্সে প𒅌দকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া দাবি করেন, আগেভাগেই পুলিশকে পুরো বিষয়টা জানানো হয়েছিল। তা সত্ত্বেও তাঁদের সংসদের দিকে যেতে দেওয়া হয়নি।
সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। কুস্তিগিরদের ‘হেনস্থা’-র ঘটনা𝄹কে ‘লজ্জাজনক’ বলে ম🔜ন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের সঙ্গে যেরকম আচরণ করেছে পুলিশ, তা লজ্জাজনক। গণতন্ত্র সহনশীলতার মধ্যে নিহিত। স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু হয় এবং ভিন্নমতকে দমন করে। অবিলম্বে পুলিশের কাছে আটক কুস্তিগিরদের মুক্তির দাবি জানাচ্ছি।’
(এই খব🐼রটি আপনি পড়তে পারেন HT App থেকেꦡও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )