গত ১৬ মে অর্থ মন্ত্রক ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট সংশোধন করার মাধ্যমে জানিয়েছিল, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রায় ব্যয় করার ক্ষেত্রে তা লিবারালাইজড রেমিট্যান্স স্কিমের অধীনে পড়বে। আজ থেকেই এটা কার্যকর হওয়ার কথা ছিল। তবে মাঝ রাতে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, আপাতত লিবারালাইজড রেমিট্যান্স স্কিমের অধীনে পড়বে না ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার খরচের বিষয়টি। (আরও পড়ুন: আজ থেকে মিলবে বেশি সুদ, আধার লিংক না থাকলে প্যান নিষ্ক্রিয়, জানুন নয়া সব বদলের বিশদ)
এর আগে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, লিবারালাইজড রেমিট্যান্স স্কিমের মাধ্যমে বিদেশে করা ক্রেডিট কার্ড লেনদেনের ওপর ২০ শতাংশ টিসিএস বসানো হবে। তবে একটি অর্থবর্ষে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি বিদেশে সাত লাখ টাকার বেশি খরচ ক🦋রা হয়, তাহলেই ২০ শতাংশ টিসিএস কাটা হবে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটেছে সরকার। সরকার জানিয়ে দেয়, আপাতত বিদেশে ক্রেডিট কার্ডের খরচে দিতে হবে না টিসিএস। এরপরই জানানো হয়, বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেন করলে তা আপাতত লিবারালাইজড রেমিট্যান্স স্কিমের অধীনে পড়বে না। প্রসঙ্গত🍸, এর আগেও ভারতের বাইরে ভ্রমণের সময়ে লেনদেনের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ব্যবহার এলআরএস-এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। শুধুমাত্র ডেবিট কার্ড, ফরেক্স কার্ড এবং ব্যাঙ্ক ট্রান্সফারই এর আওতাধীন ছিল। গতরাতের সিদ্ধান্তে এখনও সেটাই থাকবে।
প্রসঙ্গত, গত ১৬ মে রাতে একটি নোটিফিকেশনের মাধ্যমে বিদেশে ক্রেডিট কার্ডের ব্🎃যবহারের ওপর ২০ শতাংশ টিসিএস ধার্য করার ঘোষণা করেছিল সরকার। সরকার জানিয়েছিল, ফরেন এক্সেঞ্জ ম্যানেজমেন্ট রুলে বদল আনা হয়েছে। এই আবহে বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহারের নিয়মে পরিবর্তন করা হয়েছে টিসিএস কাটার জন্য। তবে বিদেশে ক্রেডিট কার্ড লেনদেন যদি সাত লাখ টাকার বেশি হয়, তবেই এই টিসিএস কাটা হবে। তাছাড়া শিক্ষা এবং চিকিৎসার জন্য খরচ করা অর্থের ওপর টিসিএস-এ ছাড় দেওয়ার কথা জানিয়েছিল সরকার। আজ, ১ জুলাই থেকেই বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহারের ওপর এই টিসিএস ধার্য হওয়ার কথা ছ🐲িল। বিদেশে বেশি টাকার লেনদেনের ওপর নজর রাখার জন্যই সরকার এই পদক্ষেপ করতে চেয়েছিল সরকার। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটল তারা।