দেশের চিরাচরিত পরম্পরা অনুযায়ী প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হয় পদ্ম সম্মান। চলতি বছরে রয়েছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। আর ঠি♊ক ২৬ জানুয়ারির আগে ঘোষিত হল পদ্মশ্রীপ্রাপকদের তালিকা। দেখে নেওয়া যাক, তালিকায় রয়েছেন কারা। বাংলা থেকে এই পদ্মশ্রীপ্রাপকদের তালিকায় কতজন রয়েছেন দেখা যাক🦩।
নেপাল সূত্রধর- ২০২৩ সালে প্রয়াত হন পুরুলিয়ার খ্যাতনামা শিল্পী নেপাল সূত্রধর। পাঁচ দশক ধরে ছৌনাচের মুখোশ তৈরি করার ক্ষেত্রে তাঁর অভূতপূর্ব অবদান রয়েছে। তাঁকে মরোনোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। এই খ্যাতনামা শিল্পীর 𒁃মুখোশ তৈরিতে হাতেখড়ি খুব ছোট থেকে। তিনি মুখোশ নির্মাণের নানান ওয়ার্কশপেও ছিলেন এককালে।
সনাতন রুদ্র- প্রতিমা নির্মাণে অন্যতম প্রোতিথযশা নাম সনাতꦛন রুদ্র। তাঁর তৈরি দুর্গা প্রতিমা বহু খ্যাতি অর্জন করেছে। তিনি চলতি বছরে পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। তাঁর তৈরি প্রতিমা এযাবৎকালে বহু মণ্ডপে শোভা পেয়েছে।
রতন কাহার-'বড় লোকের বিটি লো' গানের স্রষ্টা রতন কাহার (তথ্য সূত্র উইকিপিডিয়া)। সেই রতন কাহার এব🔯ারে পেয়েছেন পদ্মশ্রী সম্মান। তাঁর কণ্ঠে মুগ্ধ অনেকেই। তাঁর পল্লীগীতি ছুঁয়েছে অট্টালিকা থেকে মাটির ঘরের বাসিন্দাদের মন।
এছাড়াও পদ্মশ্রীর তালিকা দেখে নিন একনজরে:-
পার্বতী বড়ুয়া- ভারতের প্রথম মহিলা মাহুত
চামি মুর্মু - প্রখ্যাত উপজাতীয় পরিবেশবিদ
সাংথানকিমা - মিজোরামের সমাজকর্মী
জগেশ্বর যাদব - আদিবাসী কল্যাণ কর্মী
গুরবিন্দর সিং - সিরসার দিব্যাং সমাজকর্মী
সত্যনারায়ণ বেলেরি - কাসারগোড়ের ধান চাষি
দুখু মাঝি - সিন্দ্রি গ্রামের আদিবাসী পরিবেশবিদ
কে চেল্লাম্মল - আন্দামানের জৈব চাষী
হেমচাঁদ মাঞ্জি - নারায়ণপুরের ๊মেডিসিন প্র্যাক্টিশনার
ইয়ানুং জামোহ লেগো - অরুণাচল প𒁏্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ
সোমান্না - মাইসুর থেকে উপজাতীয় কল্যাণ কর্মী
সর্বেশ্বর বসুমাতারী - চিরাং এর আদিবাসী কৃষক
প্রেমা ধনরাজ - প্লাস্টিক সার্জন ও সমাজকর্মী
উদয় বিশ্বন✅াথ দেশপান্ডে - আন্তর্জাতিক মল্লখা🐎ম্ব কোচ
ইয়াজদি মানেকশা ইতালিয়া - সিকেল সেল অ্যানিমিয়া সংক্রান্ত কাজে তাঁর গবেষণা বড় অবদান🎀 রেখেছে। তিনি প্রোথিযশা মাইক্রোবায়োলজি♎ সংক্রান্ত বিশেষজ্ঞ।
শান্তিদেবী পাসওয়ান ও শিবন পাসওয়ান- গোন্ডা শিল্প🃏ের শিল্পী
অশোক কুমার বিশ্বাস- তিকুলি শিল্প🍨ের জন্য তিনি খ্যাত
বালাকৃষ্ণ বিতিল🐼- ঘত ৬ দশক ধরে কথাকলির জন্ಞয তিনি খ্যাত।
গোপীনাথ সাঁই- কৃষ্ণলী𝔍লা পারফরম্যান্সের জন্য তিনি খ্যাতনামা।
এছাড়াও তালিকায় রয়েছেন, স্মৃতিরেখা চাকমা, নারায়ণ ইপি, ওমপ্রকাশ শর্মা, বদ্রপান্না এম, ভগতপ্রধাꦅন, মচিহান সাসা, জর্ডন লেপচা, জানকীলাল, গাদ্দাম সামাইয়াহ, দাসারি কোন্দাপ্পা, বাবুরা▨ম যাদবরা।