সরকারিভাবে ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। পাক সরকারের পক্ষ থেকে জারি করা হল সার্কুলার। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন। 💖এরপরই সংবিধানের একাধিক ধারা উল্লেখ করে বলা হয়েছে, এই মুহূর্ত থেকে ইমরান আহমেদ খান নিয়াজি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। এদিকে ইমরানে পরামর্শেই প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদ ভেঙে দিয়েছিলেন। অনাস্থার প্রস্তাবকেও বাতিল করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার। এনিয়ে একেবারে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। তার কয়েকঘণ্টার মধ্যে নয়া বিবৃতি জারি করল পাক সরকার।
এদিকে ক্যাবিনেটের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত সেই নোটে এটা মোটামুটি পরিষ্কার যে ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। বর্তমানে সে দেশের সরকার আমলাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এই ইঙ্গিতও মিলেছে। এদিকে বিরোধীরা ইতিমধ্যেই ১৯৫জন সদস্যের সমর্থনে শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন। বিরোধীরা সংসদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও গিয়েছেন।সেই শুনানিও সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়। এদিকে পাকিস্তান আর্মিও এনিয়ে বিশেষ উ𓆏🐭চ্চবাচ্য় করতে চাইছে না। সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই জটিল। তার মাঝে এল এই নোটিশ।