জম্মু ও কাশ্মীরে ভারত-পাক সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা। ঘটনায় বিএসএফের গুলিতে নিহত হল এক পাক অনুপ্রবেশকারী। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর। রাত ৮টা ২০ মিনিটে ওই অনুপ্রবেশকারী সীমান্তের ভারতীয় অংশে ঢোকার চেষ্টা করে। তখন বিএসএফের জওয়ানরা অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি ♌করেন। ঘটনায় তার 🦩মৃত্যু হয়।
আরও পড়ুনঃ ঘন কুয়াশায় টর্চ হাতে ভারতে ꦐ🍌প্রবেশের চেষ্টা পাক অনুপ্রবেশকারীর, নিকেশ করল BSF
জানা গিয়েছে, বিএসএফের ১২৫ ব্যাটেলিয়নের জওয়ানরা লক্ষ্য করেন পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা করেন ওই ব্যক্তি। তখন তার গতিবিধি দেখে সন্দেহ হতেই বিএসএফ জওয়ানরা তাকে সতর্ক করেন। কিন্তু, সেই সতর্কবার্তা ಌউপেক্ষা করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ওই অনুপ্রবেশকারী। তখন বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাটি বর্ডার ফাঁড়ি রিগালের কাছে এটি ঘটেছে। এই ঘটনার পরেই পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান অভিযানের জন্য সেখানে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এই সীমান্ত হয়ে এর আগেও একাধিক অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করেছে। ঘটনায় বিএসএফের গুলিতে অনেক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়ে🥃ছে অতীতে। সম্প্রতি জম্মౠু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। এর আগে গত ২৬ এপ্রিল বারামুল্লা জেলার সোপোর এলাকায় রাতভর অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২২আরআর, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল সোপোরের চেক মহল্লা নওপোরায় একটি তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় সন্ত্রাসবাদীরা তাদ🧸ের লক্ষ্য করে গুলি চালায়। পালটা নিরাপত্তা বাহিনীর গুলি চালায়। সেই ঘটনায় ফারুক আহমেদ দার নামে একজন নাগরিক গুলিতে আহত ℱহয়েছিলেন।
আরও পড়ুনঃ রাজস্থানে ভারত-পাক🏅 সীমান্তে BSF💃-এর গুলিতে খতম দুই অনুপ্রবেশকারী
এছাড়াও গত ২৮ এপ্রিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীไদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই হয়েছিল। তাতে একজন গ্রাম প্রতিরক্ষা রক্ষী (ভিডিজি) নিহত হয়েছিলেন। সেক্ষেত্রে জঙ্গিরা উধমপুর জেলার বসন্তগড় এলাকায় চোচরু গালা উচ্চতায় লুকিয✃়ে ছিল বলে জানা যায়। সাম্প্রতিক ঘটনাগুলির পরে সীমান্তে নজরদারি বাড়িছে সীমান্ত রক্ষী বাহিনী।