গদি বাঁচানোর শেষ চেষ্টায় ইমরান খান সব বলেই চালিয়ে খেলতে চাইছেন। ‘বিদেশি শক্তি’র বিরুদ্ধে তাঁর সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ থেকে শুরু করে ভারতের বিদেশ নীতির ‘প্রশংসা’, সবটাই শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রীর মুখে। এই আবহে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হয়ে গিয়েছে। আগামী ৩ এপ্রিলের মধ্যে আস্থা ভোট হবে পাক ন্যাশনাল 🏅অ্যাসেম্বলিতে। এর আগেই জনগণের কাছে নিজের ‘বার্তা’ পৌঁছে দিতে মরিয়া। পাকিস্তানি অ্যাসেম্বলিতে নম্বর নেই ইমরানের কাছে। আর তাই আম জনতার ‘সমর্থন’ বাড়াতে চাইছেন ইমরান। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। এই ভাষণ তাঁর দেওয়ার কথা ছিল বুধবারই। তবে পাক মিডিয়ার একাংশের দাবি, ‘পাক সেনা প্রধানের পরামর্শে ভাষণ পিছিয়ে দেন ইমরান।’ তবে কারণ যাই হয়ে থাকুক না কেন গতকাল তাঁর ভাষণে ইমরান ভারতের সাথে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দেন। পাশাপাশি ভারতের পথ অনুসরণ করে ‘স্বাধীন বিদেশ নীতি’র পক্ষে সওয়াল করেন।