নিজের প্রথম ভাষণেই কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করলেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিলেন, কাশ্মীর ইস্যুর সমাধাꩵন হয়ে গেলে দু'দেশের দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যার সমাধানে জোর দেওয়া যাবে। তারইমধ্যে সন্ত্রাসে মদত না দিয়ে উপমহাদেশে শান্তি এবং সুস্থিতি বজায়ের জন্য শেহবাজকে বার্তা দিলেন মোদী।
সোমবার রাতের দিকে পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন শেহবাজ। প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণেই কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন। চিন, আমেরিকার মতো দেশের থেকে ভারতের জন্য বেশি সময় ব্য🍸য় করে শেহবাজ বলেন, ‘আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার আশা করছি। কিন্তু কাশ্মীর সমস্যার উপযুক্ত সমাধান ছাড়া দীর্ঘকাল🅘ীন শান্তি বজায় রাখা সম্ভব নয়।’
উর্দুতে মোদীর উদ্দেশে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদীকে পরামর্শ দিতে চাই না যে দু'দিকেই দারিদ্র্য, বেকারত্ব এবং অসুস্থতার বিষয়টি আপনার বোঝা উচিত। মানুষের কাছে ওষুধ নেইไ। শিক্ষার সুযোগ, ব্যবসার সুযোগ বা চাকরি নেই। কেন আমরা নিজেদের এবং আমাদের আগামী প্রজন্মের ক্ষতি করব?’ সঙ্গে তিনি বলেন, ‘আসুন, রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী, আমরা কাশ্মীর সমস্যার সমাধান করি এবং কাশ্মীরি মানুষদের আকাঙ্ক্ষা নিয়ে সিদ্ধান্ত নিই। সেইসঙ্গে দু'দিকেই দারিদ্র্যে ইতি টেনে দিই এবং চাকরি তৈরি করি, সমৃদ্ধি নিয়ে আসি।’
শেহবাজের সেই বার্তা নিয়ে নয়াদিল্লির তরফে𓂃 সরাসরি কোনও মন্তব্য করা হয়নি। তবে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মোদী। সঙ্গে সন্ত্রাসের মদত না জোগানোর জন্য স্পষ্টবার্তা দিয়েছেন। মোদী বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেহবাজ শরিফকে অভিনন্দন। সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি এবং সুস্থিতি বজায় রাখার আশা করছে ভারত। যাতে আমরা উন্নয়নের উপর জোর দিতে পারি এবং আমাদের নাগরিকদের ক🧸ল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।’