জম্মু ও কাশ্মীরে যা হয়েছিল তার জন্য পাকিস্তান ও জঙ্গিরা দায়ী।- বিতর্কের মাঝেই রবিবার মন্তব্য করলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি গান্ধীজী ꦑঅসাম্প্রদায়িক ছিলেন। কাশ্মীরে যা হয়েছিল তার জন্য পাকিস্তান ও জঙ্গিরা দায়ী। সমস্ত হিন্দু,কাশ্মীরি পন্ডিত, মুসলিম, দোগরা সকলকে এর ফল ভুগতে হয়েছিল।’ তিনি বলেন, ‘রা💮জনৈতিক দল সর্বক্ষণ ধর্ম, জাতির ভিত্তিতে বিভাজন করে। আমার দলকেও আমি ক্ষমা করি না। তবে সিভিল সোসাইটিকে একতাবদ্ধ থাকতে হবে। জাত, ধর্ম নির্বিশেষ মানুষ যাতে বিচার পায় সেটা দেখতে হবে।’
গোটা দেশ জুড়ে যখন এই সিনেমাকে ঘিরে নানা বিতর্ক তুঙ্গে তখন এক অন্য বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিতর্কের জন্ম দিলেন গুলাম নবি আজাদ। নিজের দলকেও রেয়াত করেননি তিনি। কাশ্মীরের পরিস্থিতির জন্য সরাসরি পাকিস্ಌতান ও জঙ্গিদের কাঠগড়ায় তোলেন তিনি। পাশাপাশি কাশ্মিরী মুসলিমদেরও যে মাসুল দিতে হয়েছে সেকথা উল্লেখ করেন তিনি। এদিকে বিবেক অগ্নিহোত্রীর এই ছবিকে ঘিরে দেশজুড়ে তুমুল উন্মাদনা। দল বেঁধে বিজেপি নেতৃত্ব এই সিনেমা দেখতে যাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলও এসব নিয়ে মুখ খুলতে শুরু করেছে।