উত্তর পশ্চিম পাকিস্তানে পোলিও রুখতে টিম বেরিয়েছিল।আর সেই টিমের উপরই চলল বোমাবাজি। অন্তত পাঁচজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে এই বোমাবাজির জেরে। আনোয়ার উল হক নামে এক পদস্থ সরকারি কর্মী এএফপিকে জানিয়েছেন, পোলিও নির্মূলকরণের কর্মসূচিতে যাওয়ার জন্য় একটি পুলিশের ট্রাক যাচ্ছিল। তাꦕতে ২৫জন ছিলেন। সেই সময় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়।
অনꦜ্তত পাঁচজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আরও ২০জন আহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্ত এলাকায় এই ঘটনা হয়। বাজাউর জেলার মামুন্দ এলাকায় এই ঘটনা। এই সব এলাকায় জঙ্গিরা অত্যন্ত সক্রিয়। সেখানে এই হামলা।
তবে এই হামলার পেছনে কোনও জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে এর আগে পাকিস্তান তালিবান একের পর এক পোলিও কর্মীদের মেরে ফেলেছিল। একাধিক পুলিশের উপরেও🌃 তারা হামলা চালিয়েছিল। ফের হামলা পাকিস্তানে।
এদিকে এর আগে পাকিস্তানে পোলিও নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল। পাকিস্তানের পাঁচ শহর থেকে সংগৃহীত নমুনায় পোলিও ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মিলেছে। এটা যথেষ্ট উদ্বেগের বলে ম🃏নে করা হচ্ছে।
গত বছর একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, নিউজ ইন্টারন্যাশানালের একাধিক আধিকারিককে উদ্ধৃত করে ꦕজানানো হয়েছিল, ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথ ইসলামাবাদ টাইপ ১ ওয়াইল্ড পোলিও ভাইরাসকে চিহ্নিত করেছে। গত বছর অক্টোবরে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল।
সূত্রের খবর, সিন্ধ প্রদেশের করাচি থেকে চারটি, বালুচিস্তান প্রদেশের চারমান থেকে দুটি, পেশোয়ার, কোহাত ও নওশেরা থেকে একটি করে নমুন🌠া সংগ্রহ করা হয়েছিল।
এদিকে পাকিস্তানে পোলিও দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তার মধ্যেই সামনে এল উদ্বেগের খবর। মিডিয়া রিপোর্ট বল🐠ছে নতুন এই ৯টা যুক্ত হওয়ার পরে চলতি বছরে পজিটিভের সংখ্য়া দাঁড়াল ৬৪টিতে।
তবে পাকিস্তানে হিউম্যান পোলিও কে🔴স ২ꩵ০২৩ সালে হল ৪টি।
এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থাও এই পোলিও নির্মূল করার জন্য বার বার আবেদন 🍬করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের পরিস্থিতির কথাও এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। তবে সেই সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তান প্রসঙ্গে হু-এর তরফে জানানো হয়েছিল, তারা পোলিও দূর করতে সবরকম চেষ্টা করছে। পাকিস্তান ও আফগানিস্তানে তার চিহ্ন দেখা যাচ্ছে। এবার আবার পোলিও দূরীকরণে কর্মসূচিতে হামলা।