অবসরজীবনে সুরক্ষিত সঞ্চয় হিসেবে অ🌜নেকেই PF-এ বিনিয়োগ করেন। EPFO-র নীতি অনুযায়ী উপভোক্তাদের এবং কর্মপ্রতিষ্ঠানকে বেতনের ১২% পিএফ খাতে জমা করতে হয়। যদিও পিএফ তোলার করার নিয়ম অন🔯ুযায়ী, একজন EPF অ্যাকাউন্টধারী চাইলে শর্তসাপেক্ষে PF-র টাকা তুলে নিতে পারেন। চাকরি হারানো, গৃহঋণের রিপেমেন্ট বা বাড়ি কেনা-রেনোভেশান ইত্যাদি ক্ষেত্রে তা সম্ভব।
কর ও বিনিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কির কথায়, 'পিএফ-এর টাকার আংশিক উইথড্র সম্ভব। মেডিকেল এমার্জেন্সি, সন্তানের বিয়ে, বাড়ি কেনা ইত্যাদি ক্ষেত্রে টাকা 🎃তোলা যায়।'
জিত♚েন্দ্রর কথায়, 'চাকরি হারানোর ক্ষেত্রে EPF ব্যালেন্সের ৭৫% পর্যন্ত তোলা যায়। তবে তা চাকরি হারানোর ১ মাস পরেই। তারপরেও ১ মাস যদি কেউ অন্য কোনও চা♈করিতে যোগ না দেন, সেক্ষেত্রে বাকি ২৫% টাকা তোলা যাবে।'
বাড়ি কেনার ক্ষেত্রে নিয়ম :
এ বিষয়ে goodmoneying.com-এর মণিকরণ সিঙ্ঘল জানালেন, 'বাড়ি কেনার উদ্দেশ্যে একজন EPF অ্যাকাউন্ট হোল্ডার চাইলে ৯০% পর্যন্ত তুলতে পারবেন। বাড়ির রেনোভেশন, নতুন ঘর করা ইত্যাদির ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এমনকী আগে গৃহ ঋণ নেওয়া 🦂থাকলেও ঋণ রিপেমেন্ট-এর জন্য ৯০% পর্যন্ত EPF-এর টাকা তুলে নেওয়া যায়।'
সন্তানের বিয়ের ক্ষেত্রে নিয়ম :
বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি জানালেন, 'সন্তানের বিয়ের 🦋উদ্দেশ্যে EPF-এর ৫০% পর্যন্ত তোলা যায়। যদিও PF উইথড্র-এর ক্ষেত্রে রয়েছে শর্ত। EPF অ্যাকাউন্টটি ন্যূনতম ৭ বছর পুরনো হতে হবে।'