ফের বোমাতঙ্ক ছড়াল কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে। এক যাত্রী দাবি করেন, তার শরীরে আত্মঘাতী বোমা রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক আতঙ্ক ছড়ায় বিমানবন্দরের অন্যান্য যাত্রীদের মধ্যে। তার ভিত্তিতে দ্রুত অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার জেরে কোচি থেকে মুম্বইগামী বিমান কিছুটা দেরিতে ছাড়ে। এরফলে সমস্যায় পড়েন য𓆏াত্রীরা। জানা গিয়েছে, সোমবার এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নভেম্বরে এয়ার ইন্ডিয়ার বিমান🍌ে হামলার হুমকি পান্নুনের, কীꦿ বললেন জয়শংকর?
বিমানবন্দর সূত্রের খবর, অভিযুক্ত যাত্রীর নাম বিজয় মান্ধাভান। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। ফ্লাইটে ওঠার আগে সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকের সময় তিনি বিরক্ত হয়ে যান। তারপরেই তিনি দাবি করেন যে তার শরীরে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরের নিরপত্তারক্ষীরা ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাকে নেদুম্বাসারি পুলিশের কাছে হস্তান্ত🌜র করা হয়। জানা গিয়েছে, ওই যাত্রীর ভিস্তারা ফ্লাইট ইউকে ৫১৮-তে করে মুম্বই যাওয়ার কথা ছিল। নিরাপত্তা খতিয়ে দেখার সময় তার এই মন্তব্যকে ঘিরে ঘটে বিপত্তি।
বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই যাত্রী আকস্মিকভাবে মন্তব্য করেছিলেন যে তিনি আত্মঘাতী বোমা নিয়ে যাচ্ছেন। যারফলে আতঙ্ক ছড়ায়। বিমানবন্দরের নিরাপত্তা দল স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী দ্রুত পদক্ষেপ করে। ওই যাত্রীর শরীরে তল্লাশি চালানো হয়। যদিও শেষ পর্যন্ত বিস্ফোরক কিছুই পাওয়া♎ যায়নি যাত্রীর কাছে থেকে। আরও তদন্তের জন্য ওই যাত্রীকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গিয়েছে, ওই যাত্রীর সঙ্গে কোনও লাগেজ ছিল না। পরিস্থিতি যাচাই করার জন্য একটি বোমা হুমকি মূল্যায়ন কমিটি (বিটিএসি) গঠন করা হয়। তাতে বলা হয় এটি একটি ভুয়ো দাবি ছিল।
এদিকে, এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে পুলিশ একাধিক আইনে মামলা রুজু করেছে। পুলিশ, ফায়ার ব্রিগেড বা অন্যꦡ কোনও প্রয়োজনীয় পরিষেবাকে বি🐼ভ্রান্ত করার জন্য গুজব ছড়ানো এবং আইন শৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, এদিনই কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ফোন আসে।এছাড়াও, মাঝ আকাশ থেকে বিমান হাইজ্যাকের হুমকি দেওয়া হয় ফোনে। উড়ো ফোনে জানানো হয়, বিমানবন্দরে বিমানে রাখা আছে হাইড্রোজেন বোমা। উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর। এই ফোনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে𓆏ই প্রবল শোরগোল পড়ে যায় বিমানবন্দরে।