বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতীয় উড়ান সংস্থাগুলিকে ক্রমাগত বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে। এর জেরে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। এরই মাঝে এবার ১ থেকে ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার উড়ানে চাপতে যাত্রীদের বারণ করল খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। ভারতে 'শিখ গণহত্যার' ৪০তম বার্ষিকীতে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলার হুমকি দিয়েছে পান্নুন। উল্লেখ্য, পান্নুন এর আগেও এই ধরনের হুমকি দিয়েছিল। ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় আমদাবাদে এবং এয়ার ইন্ডিয়ার উড়ানে হামলার হুমকি দিয়েছিল পান্নুন। (আরও পড়ুন: খলিস্তানিরা কানাডার 'গোপন এজেন্ট', বিস্ফꦑোরক দাবি ভারতীয় হাইꦫকমিশনারের)
আরও পড়ুন: জার্মানিগামী ভিস্তারার বিমানে বোমাতঙ্ক, আফগান আকাশসীমায় ঢুকতে𒊎ই দিল না তালিবানরা
আরও পড়ুন: কেন্দ্রের পথে হেঁটে রাজ্যেও বাড়বে ডিএ, কত শতাংশ মহার্ঘ ভাতার 🐷ঘোষণা করবেন CM?
প্রসঙ্গত, বিগত ৭ দিনে ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রায় ১০০টি বিমান উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। ধারাবাহিক ভাবে এই বোমাতঙ্কের জেরে উড়ান পরিষেবা ব্যাহত হচ্ছে। এই আবহে বোমতঙ্ক ইস্যুতে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হয় শনিবার। ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে এই নিয়ে বৈঠক করে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির উচ্চপদস্থ কর্তারা। এরই মাঝে জানা গিয়েছে, উড়ো হুমকি বার্তার জেরে ক্ষতিগ্রস্ত বিমান সংস্থাগুলির মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো এবং আকাশা এয়ার। (আরও পড়ুন: গৌরী লঙ্🐷কেশ খুনে অভিযুক্তের শিবসেনায় যোগ নিয়ে বিতর্ক, পদক্ষেপ একনাথ 🧜শিন্ডের)
আরও পড়ুন: 'আকাশের দিকে তাকিয়ে থ🐠ুতু ফেলছেন…', দেবাংশুর 'মাওবাদী' মন্তব্যের জবাব ডাক্তারদের
আরও পড়ুন: এ যে꧟ন যুদ্ধের প্রস্তুতি, গান্দেরবালে রক্ত ঝরার পর বারামুল্লায় নিকেশ এক জঙ্গি
এই হুমকিগুলির জেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জনা গিয়েছে। তাদের কমপক্ষে সাতটি ফ্লাইট বোমা হামলার হুমকি পেয়েছিল। এয়ার ইন্ডিয়ার অন্তত দুটি বিমানও একই ধরনের হুমকি পেয়েছে। এর জেরে মুম্বাই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে এসকর্ট করে হিথ্রো ♕বিমানবন্দরে নিয়ে গিয়েছিল রয়্যাল এয়ার ফোর্সের একটি যুদ্ধবিমান। এদিকে বিমান সংস্থা ভিস্তারার ছয়টি ফ্লাইটকেও উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এসেছিল। এর মধ্যে পাঁচটি ছিল সিঙ্গাপুর, ফ্রাঙ্কফুর্ট ও কলম্বো থেকে আন্তর্জাতিক উড়ান। সব মিলিয়ে ভিস্তারার ৫টি আন্তর্জাতিক উড়ান হুমকি পেয়েছিল। এদিকে ইন্ডিগোর ২টি আন্তর্জাতিক উড়ান সহ পাঁচটি উড়ান বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছিল। এদিকে এই ধরনের হুমকি এলে এক একটি উড়ানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে জানা গিয়েছে।