সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্রীকান্ত পানগরকর সম্প্রতি যোগ দিয়েছিলেন শিবসেনায়। সেই নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। এই আবহে এবার পানগরকরকে পদ দেওয়ার বিষয়টি থামালেন একনাথ শিন্ডে নিজে। উল্লেখ্য, গতমাসেই কর্ণাটক হাইকোর্ট, পানগারকারকে জামিনে মুক্তি দিয়েছে। এরপর গত ১৮ অক্টোবর পানগরকর যোগ দেন শিবসেনা। গ্রেফতারির আগে শিবসেনাতেই ছিলেন পানগরকর। এই আবহে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়, আসন্ন নির্বাচনে জালানা জেলায় পানগরকর দলীয় প্রচারের দায়িত্বে থাকবেন। তবে একনাথ শিন্ডে সেই পদ দেওয়ার ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছেন। (আরও পডু়ন: জার্মানিগামী ভিস্তারার বিমানে বোমাতঙ্ক, আফগান আকাশসী🅷মায় ঢুকতেই দিল না তালꦓিবানরা)
আরও পড়ুন: 'FIR হোক দেবাশিসღ-🎃অনিকেতের নামে', হুঁশিয়ারি কুণালের, পালটা জবাব কিঞ্জলের
আরও পড়ুন: 'আকাশের দিকে তাকিয়ে থুতু ফেলছেন…', দেবাংশুর 'ܫমাওবাদী' মন্তব্যের জবাব ডাক্তারদের
এর আগে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড মামলায় জামিন পাওয়া ২ ব্যক্তিকে নিজেদের গ্রামে বীরের মতো বরণ করে নেওয়ার ঘটনাতেও বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে তাদের মালা এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, গত ১১ অক্টোবর পরশুরাম ওয়াঘমারে, মনোহর যাদভেকে গলায় মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় বিজয়পুরায়। সেই সংবর্ধনা দেয় স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী। অভ্যর্থনার আয়োজনকারীদের দাবি ছিল, হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্য বলেই ৭ বছর জেলে রাখা হয়েছিল তাদের। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এই দুই জনকে। (আরও পড়ুন: এ যেন যুদ্ধেরও প্রস্তুতি, গান্দেরবালে রক্ত ঝরার পর বারামুল্লায় নিকেশ এক জঙ্ౠগি)
আরও পড়ুন: খলিস্তানিরা কানাডার 'গোপন🤪 এজেন্ট', বিস্ফোরক দাবি ভারতীয় হাইꦏকমিশনারের
উল্লেখ্য, গত ৯ অক্টোবর বেঙ্গালুরু দায়রা আদালতে জামিন পায় গৌরী হত্যাকাণ্ডে অভিযুক্ত পরশুরাম ওয়াঘমারে, মনোহর যাদভে, রাজেশ বাঙ্গেরা, বাসুদেব সূর্যবংশী, ঋষিকেশ দেবদেকর, গণেশ মিসকিন এবং অমিত রামচন্দ্র বাদ্দি। এর আগে গত জুলাই মাসে এই মামলায় জামিন দেওয়া হয়েছিল অমিত দিগ্বেকর, এইচএল সুরেশ ও কেটি নবীন কুমারকে। এই নিয়ে খ্যাতনামা সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মোট ১৮ জন অভিযুক্তই জামিন পেয়ে গিয়েলেন। (আরও পড়ুন: 'সপ্তম বেতন কমিশনের সুবিধা...', রাজ্য সরকার🅺ি ক꧒র্মীদের জন্য বড় রায় আদালতের)
গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড
প্রঙ্গত, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর আরআর নগরের বাড়ির সামনে গৌরী লঙ্কেশকে গুলি করে হত্যা করেছিল দুষ্কৃতীরা। বাইকে চেপে এসেছিল বন্দুকবাজরা। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। পরে ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছিল। মোট ১৮ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। (আরও পড়ুন: ফোন থেকে কী মোছেন সন্দীপ-অভিজি🦋ৎ? এখন সেই তথ্যই ঘোড়াতে 🙈পারে তদন্তের মোড়)
আরও পড়ুন: 'কোটি কোটি টাকার বকꦉেয়া মেটানোর পর...', এই কর্মীদের ডিএ বাড়ল ৪%𒐪, প্রশংসা CM-এর
এই আবহে কীভাবে অভিযুক্তদের জামিন মঞ্জুর করল আদালত? এই নিয়ে বেঙ্গালুরু দায়রা আ🤡দালতের বিচাররকের সাফ বক্তব্য, বিচারে বিলম্ব ঘটায় জামিন মঞ্জুর করা হয়েছে। আদালতে অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেছিলেন, চার্জশিট অনুযায়ী ৫২৭ জন সাক্ষী রয়েছে এবং এখনও পর্যন্ত মাত্র ১৪০ জন সাক্ষীকে জেরা করা হয়েছে। অদূর ভবিষ্যতে বিচার শেষ হওয়ার সম্ভাবনা নেই। তাই তাদের মক্কেলদের যেন জামিন মঞ্জুর করা হয়। এই পরিপ্রেক্ষিতেই জামিন মঞ্জুর হয় অভিযুক্তদের।